AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SC On RG Kar Case: ‘নির্যাতিতার বাবার চিঠিতেই রয়েছে এমন কিছু তথ্য, যা মোড় ঘুরিয়ে দেবে তদন্তের’, CBI-কে সেই চিঠি পড়ে বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

SC On RG Kar Case: প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,  এই চিঠিতে গুরুত্বপূর্ণ লিড রয়েছে। ১২ সেপ্টেম্বর সিবিআই-কে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। সেই চিঠিতে যে সম্ভবনা এবং যে ইনপুট দিয়েছেন, সেই গুলো সিবিআই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন CJI।

SC On RG Kar Case: 'নির্যাতিতার বাবার চিঠিতেই রয়েছে এমন কিছু তথ্য, যা মোড় ঘুরিয়ে দেবে তদন্তের', CBI-কে সেই চিঠি পড়ে বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের
সিবিআই-কে বড় নির্দেশ প্রধান বিচারপতিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2024 | 2:25 PM
Share

কলকাতা: সিবিআই-কে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। আর সেই চিঠিতেই উল্লেখ করা হয়েছে, এমন কিছু বিষয়, যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তেমনই মন্তব্য করলেন। তিলোত্তমার বাবা-র চিঠি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,  এই চিঠিতে গুরুত্বপূর্ণ লিড রয়েছে। ১২ সেপ্টেম্বর সিবিআই-কে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। সেই চিঠিতে যে সম্ভবনা এবং যে ইনপুট দিয়েছেন, সেই গুলো সিবিআই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন CJI।  ঠিক একই ভাবে রেসিডেন্ট ডাক্তাররা চিঠি দিয়ে সিবিআই-কে যে তথ্য দিতে চান, সেটা সিবিআই খতিয়ে দেখবে।

পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যাতে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে দেওয়া হয়।

ঘটনার পরই মুখ খুলেছিলেন নির্যাতিতার বাবা। তিনি বলেছিলেন, “যেভাবে প্রথম থেকে সমস্তটা হয়েছে, তাতে একজনের পক্ষেই সবটা করা হয়েছে বলে মনে হচ্ছে না। প্রথমে পুলিশি তদন্তের ওপর আশ্বাস রেখেছিলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু পুলিশি তদন্ত এগোয়নি। সুপ্রিম কোর্ট মনে করে সিবিআই-কে তদন্তভার দিয়েছে।” সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর সবটা জানিয়ে চিঠি করেছিলেন নির্যাতিতার বাবা। সেই চিঠি এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে পড়ে, তাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে বলে মন্তব্য করেন খোদ CJI।