Seethakka: মাও নেতা থেকে ডেপুটি মুখ্যমন্ত্রীর দৌড়ে, কংগ্রেসের সিথাক্কার উত্থানে পরতে পরতে রোমাঞ্চ

এক সময় তিনি ছিলেন মাওবাদী নেত্রী। নক্সালবাড়ি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। দীর্ঘ দিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। প্রায় ১৫ বছর মাওবাদী নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু সেখানে থেকে গরিব মানুষের জন্য কিছু করতে না পারার যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাঁকে। তার পর মাও ভাবধারা ছেড়ে মেনস্ট্রিম রাজনীতিতে যোগ দেন।

Seethakka: মাও নেতা থেকে ডেপুটি মুখ্যমন্ত্রীর দৌড়ে, কংগ্রেসের সিথাক্কার উত্থানে পরতে পরতে রোমাঞ্চ
কংগ্রেসের বিধায়ক সিথাক্কা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 10:17 PM

হায়দরাবাদ: সদ্য সমাপ্ত তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন সিথাক্কা। তাঁর ভাল নাম দামসারি অনসূয়া হলেও সিথাক্কা নামেই তিনি বেশি পরিচিত। তেলঙ্গানার মুগুলু বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন তিনি। কোয়া উপজাতির এই মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে নতুন উদাহরণ তৈরি করেছেন। এক সময় তিনি ছিলেন মাওবাদী নেত্রী। নক্সালবাড়ি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। দীর্ঘ দিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। প্রায় ১৫ বছর মাওবাদী নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু সেখানে থেকে গরিব মানুষের জন্য কিছু করতে না পারার যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাঁকে। তার পর মাও ভাবধারা ছেড়ে মেনস্ট্রিম রাজনীতিতে যোগ দেন। এ বার তিনি বিধায়ক হলেন।

তবে মাওবাদীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই কংগ্রেসে যোগ দেননি সিথাক্কা। আদিবাসী মহিলাদের রোজগারের ব্যবস্থা করে, সে রকম একটি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন ওই সংস্থার সঙ্গে কাজ করে সত্যিকারে পাবলিক সারভেন্ট হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে রাজনৈতিক মহলে তাঁর পরিচয় বৃদ্ধি পায়। এর পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি।

প্রথমে তিনি যোগ দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টিতে। ২০০৪ সালের নির্বাচনে পরাজিত হন। ২০০৯ সালে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে প্রথম বার বিধায়ক হন। ২০১৭ সালে তিনি যোগ দেন কংগ্রেসে। এর পর তেলঙ্গানা কংগ্রেসের দায়িত্বও পান তিনি। ২০২৩ সালে জেতার পর উপমুখ্যমন্ত্রীর দৌড়েও রয়েছেন। তিনি তাঁর জীবন কাহিনি এখন অনুপ্রেরণা অনেক পিছিয়ে পড়া মানুষের কাছে।