Sharad Pawar: সিদ্ধান্তে অনড় থাকার সম্ভাবনা শরদের, কন্যা সুপ্রিয়াই কি হাল ধরবেন এনসিপির?

NCP Chief Meeting: শরদ পওয়ারের পরিবর্তে এনসিপির পরবর্তী প্রধান হিসাবে সকলের প্রথম পছন্দ সুপ্রিয়া সুলে। একাধিক এনসিপি নেতাই শরদ পওয়ারের কন্যার উপরেই ভরসা রেখেছেন।

Sharad Pawar: সিদ্ধান্তে অনড় থাকার সম্ভাবনা শরদের, কন্যা সুপ্রিয়াই কি হাল ধরবেন এনসিপির?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 9:19 AM

মুম্বই: নিজের সিদ্ধান্ত বদলাতে নারাজ শরদ পওয়ার (Sharad Pawar)। মহারাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই সকলকে চমকে দিয়ে চলতি সপ্তাহে এনসিপি সভাপতির (NCP Chief) পদ থেকে ইস্তফা দেন শরদ পওয়ার। তাঁর এই সিদ্ধান্তের পরই দলের অন্দরে তথা গোটা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কর্মী-সমর্থকরা কান্নাকাটি থেকে শুরু করে ধরনায় অবধি বসেন শরদ পওয়ারের ইস্তফা প্রত্যাহারের দাবিতে। সেই রাতেই প্রবীণ এনসিপি নেতার সঙ্গে দেখা করতে ছোটেন তাঁর ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar) সহ অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকের পর শরদ পওয়ার জানিয়েছিলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার জন্য় তাঁর দুই-তিনদিন সময় চান তিনি। তবে সূত্রের খবর, সিদ্ধান্ত বদলাতে নারাজ শরদ পওয়ার। আজ, শুক্রবার মুম্বইয়ে এনসিপির সদর দফতরে বৈঠক রয়েছে। ওই বৈঠকেই শরদ পওয়ারের উত্তরসূরীকে বেছে নেওয়া হতে পারে। পরবর্তী এনসিপি প্রধান হিসাবে পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule)। 

মঙ্গলবার এনসিপি প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার পরই উত্তরসূরী বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন শরদ পওয়ার। ওই কমিটির উপরেই এনসিপি প্রধান বাছাই থেকে শুরু করে অন্যান্য় নেতাদের মধ্যে দায়িত্ব বিভাজনের ভার দেওয়া হয়েছে। সূত্রের খবর, আজকের এই বৈঠকে এনসিপি প্রধান হিসাবে বেছে নেওয়া হতে পারে সুপ্রিয়া সুলেকে।

শরদ পওয়ারের পরিবর্তে এনসিপির পরবর্তী প্রধান হিসাবে সকলের প্রথম পছন্দ সুপ্রিয়া সুলে। একাধিক এনসিপি নেতাই শরদ পওয়ারের কন্যার উপরেই ভরসা রেখেছেন। তাঁকেই এনসিপি প্রধান হিসাবে বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্য়দিকে, শরদ পওয়ারের তৈরি করে দেওয়া এই কমিটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল অজিত পওয়ারকে সন্তুষ্ট রাখা। বিগত এক মাসেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, এনসিপি ছাড়তে চলেছেন অজিত পওয়ার। দল বদলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও অজিত পওয়ার যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বারংবার। এই টানাপোড়েনের মাঝেই শরদ পওয়ার এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দেন। এরপরই জল্পনা শুরু হয় যে অজিত পওয়ারের মনরক্ষার জন্যই শরদ পওয়ার ইস্তফা দিয়েছিলেন। সূত্রের খবর, এনসিপি প্রধান হিসাবে সুপ্রিয়া সুলেকে বাছা হলেও, মহারাষ্ট্রে এনসিপি দলকে সামলানোর দায়িত্বভার দেওয়া হতে পারে অজিত পওয়ারের কাঁধে।