AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২ সপ্তাহে লাগাতার ২ বৈঠক, পিকে-পাওয়ারের ‘মিশন ২০২৪’

এর আগে মুম্বইয়ে শরদ পাওয়ারের বাসভবনে ৩ ঘণ্টার বৈঠক হয়েছিল পিকে ও পাওয়ারের মধ্যে।

২ সপ্তাহে লাগাতার ২ বৈঠক, পিকে-পাওয়ারের 'মিশন ২০২৪'
ফাইল চিত্র
| Updated on: Jun 21, 2021 | 2:53 PM
Share

নয়া দিল্লি: ২ সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ও জাতীয়তাবাদী কংগ্রেসের প্রধান শরদ পাওয়ার। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদী বিরোধিতার রণকৌশল সাজাতেই না কি এই বৈঠক। এমনটাই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এর আগে মুম্বইয়ে শরদ পাওয়ারের বাসভবনে ৩ ঘণ্টার বৈঠক হয়েছিল পিকে ও পাওয়ারের মধ্যে।

এ বার যদিও স্রেফ আধ ঘণ্টার মিটিং হয়। সূত্রের খবর, বৈঠকে তৃতীয় ফ্রন্ট নিয়ে কথা হয়েছে শরদ ও প্রশান্তের মধ্যে। ২০২৪ লোকসভা নির্বাচনে অ-বিজেপি ও অ-কংগ্রেসি তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা করছেন পিকে ও শরদ পাওয়ার। একাধিক আঞ্চলিক দল সেই ফ্রন্টে থাকতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রেও রাজনৈতিক ডামাডোল তুঙ্গে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পর থেকেই শিবসেনা ও বিজেপির ফের জোটে ফেরার জল্পনা শুরু হয়েছে। এক সেনা বিধায়কও এই মর্মে চিঠি দিয়ে দ্রুত ঠাকরেকে বিজেপির হাত ধরার অনুরোধ করেছেন। যদি শিবসেনা ও বিজেপি ফের হাত ধরে, তাহলে মহারাষ্ট্রের সরকারে বড় পরিবর্তন হবে। সে ক্ষেত্রে কী করে সরকার সামলানো যায়, তা ঠিক করতেই না কি পিকের সঙ্গে গত বৈঠক করেছেন শরদ পাওয়ার। এমনও মত ছিল একাধিক রাজনৈতিক বিশ্লেষকের।

যদিও প্রশান্ত কিশোর এনসিপি দলের স্ট্র্যাটেজিস্ট হচ্ছেন, এই দাবি আগেই নাকচ করে দিয়েছেন এনসিপি নেতা নবাব মলিক। তিনি বলেছিলেন, “৩ ঘণ্টার বৈঠকে প্রশান্ত কিশোরকে এনসিপির কৌশলী করার কোনও আলোচনা হয়নি। তিনি একজন ভোটকৌশলী। তিনি তাঁর অভিজ্ঞতা পাওয়ার সাহেবকে শুনিয়েছেন। পাওয়ার সাহেব বিরোধীদের একত্রিত করতে চান। বিজেপির বিরুদ্ধে ফ্রন্ট গড়ার কাজ আগামিদিনে চলবে।”

আরও পড়ুন: সিবিএসই রেজাল্টে মন না ভরলে কবে ঐচ্ছিক পরীক্ষা? জানাল কেন্দ্র