NCP: অজিত পওয়ারকে নিয়ে পস্তাচ্ছে বিজেপি? ছাড়তে বলছে জোট? বিস্ফোরক দাবি
Sharad Pawar VS Ajit Pawar: কাকা-ভাইপোর দল ভাগ হয়ে গিয়েছিল গত বছরই। শিবসেনার মতোই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও দুই ভাগে ভেঙে যায়। কাকা শরদ পওয়ারের দল মহারাষ্ট্র্রের আগাড়ি জোটের শরিক, অন্যদিকে ভাইপো অজিত পওয়ারের দল বিজেপি-শিবসেনার মহাযুতি জোটের শরিক। লোকসভা নির্বাচনে সামগ্রিকভাবে মহাযুতি জোটের ফল খারাপ। তুলনায় দারুণ ফল করেছে আগাড়ি জোট।
মুম্বই: অজিত পওয়ারকে শিবিরে নিয়ে পস্তাচ্ছে বিজেপি? অজিত পওয়ারের এনসিপি-কে মহারাষ্ট্রের শাসক জোট মহাযুতি ছেড়ে বেরিয়ে যেতে বলা হচ্ছে? অন্তত এমনটাই দাবি কাকা শরদ পওয়ারের এনসিপির। প্রমাণ হিসাবে আরএসএসের সঙ্গে সম্পর্কিত মারাঠি সাপ্তাহিকের রিপোর্টও তুলে ধরা হয়েছে। শরদ পওয়ারের দলের দাবি, বিজেপি পরোক্ষে অজিত পওয়ারের এনসিপি-কে মহাযুতি থেকে বেরিয়ে যেতে বলছে।
কাকা-ভাইপোর দল ভাগ হয়ে গিয়েছিল গত বছরই। শিবসেনার মতোই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও দুই ভাগে ভেঙে যায়। কাকা শরদ পওয়ারের দল মহারাষ্ট্র্রের আগাড়ি জোটের শরিক, অন্যদিকে ভাইপো অজিত পওয়ারের দল বিজেপি-শিবসেনার মহাযুতি জোটের শরিক। লোকসভা নির্বাচনে সামগ্রিকভাবে মহাযুতি জোটের ফল খারাপ। তুলনায় দারুণ ফল করেছে আগাড়ি জোট। শরদ পওয়ারের এনসিপি যেখানে ৮টি আসনে জয়ী হয়েছে, সেখানেই অজিত পওয়ারের এনসিপি মাত্র একটি আসনে জয়ী হয়েছে। মঙ্গলবারই অজিত পওয়ারের দল থেকে ইস্তফা দেন ৪ বড় নেতা। তাঁরা ফের শরদ পওয়ারের দলেই ফিরে যেতে পারেন বলে জল্পনা। এরইমাঝে এবার বড় দাবি শরদ পওয়ারের এনসিপি-র।
বিবেক নামক ওই মারাঠি সাপ্তাহিক পত্রিকায় লেখা হয়েছে, ২০২৩ সালে এনসিপির সঙ্গে জোট বাধার পরই জনমত সম্পূর্ণভাবে বিজেপির বিপক্ষে চলে গিয়েছে, যে কারণে লোকসভা নির্বাচনেও শোচনীয় ফল হয়েছে।
এই পত্রিকার প্রতিবেদন নিয়েই শরদ পওয়ারের এনসিপির মুখপাত্র ক্লাইড ক্রাস্টো বলেন, “লোকসভ নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিজেপি এখন আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝে গিয়েছে যে অজিত পওয়ারের এনসিপির সঙ্গে জোট তাদের ক্ষতিই করবে। মহারাষ্ট্রের মানুষ শরদ পওয়ারের এনসিপির পক্ষেই ভোট দিয়েছে। বিজেপি আসন্ন নির্বাচনে জিততে চায়, কিন্তু উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপির সঙ্গে জোট তাদের হারিয়ে দেবে। এই সাপ্তাহিকের প্রতিবেদন আসলে পরোক্ষে বলে দেওয়া যে অজিত পওয়ারের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখতে চাইছে এবং হয়তো তাদের মহাযুতি ছেড়ে চলে যেতে বলছে।”
শরদ পওয়ারের এনসিপি-র নেতার আরও দাবি, কয়েক সপ্তাহ আগেও একই ধরনের প্রতিবেদন পেশ করা হয়েছিল। এভাবে পরোক্ষে অজিত পওয়ারকে জোট ছাড়তে বলা হচ্ছে। যদিও শরদ পওয়ারের দলের এই দাবি সত্যি কি না, তা সময়ই বলবে।