প্রধানমন্ত্রীর দাড়ি পরিচর্যাকে নয়া ‘শব্দবাণে’ বিঁধলেন শশী

সুমন মহাপাত্র |

Jul 03, 2021 | 11:20 AM

"আমার বন্ধু অর্থনীতিবিদ রথীন রায় আমায় একটা নতুন শব্দ শিখিয়েছেন। পোগোনোট্রফি, যার অর্থ দাড়ির পরিচর্যা করা। যেমন প্রধানমন্ত্রী অতিমারির সময় দাড়ির পরিচর্যা করেছেন।"

প্রধানমন্ত্রীর দাড়ি পরিচর্যাকে নয়া শব্দবাণে বিঁধলেন শশী
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বারবার নেট দুনিয়ায় নতুন শব্দ নিয়ে আসেন কংগ্রেস সাংসদ শশী থরুর (Shashi Tharoor)। প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা নিজের বইকে এক কথায় আগে ‘ফ্লক্সিনশিনিহিলিফিকেশন’ বলেছিলেন। যার অর্থ তুচ্ছ জ্ঞান করা। সেই শব্দের অর্থ খুঁজতে রীতিমতো বেগ পেতে হয়েছিল আম আদমিকে। এ বার ফের নরেন্দ্র মোদীর উদ্দেশে নয়া ‘শব্দবাণ’ ছুঁড়লেন শশী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ‘পোগোনোট্রফি’ শব্দ নিয়ে এসেছেন শশী থরুর।

‘পোগোনোট্রফি’ শব্দের অর্থ দাড়ির পরিচর্যা করা। টুইটারে ডঃ প্রিয়া আনন্দ বলে এক জনৈক ব্যক্তি শশী থরুরের কাছে নতুন শব্দ শিখতে চেয়েছিলেন। শশী থরুরের উদ্দেশে তিনি লিখেছিলেন, “আমি নতুন শব্দের জন্য অপেক্ষা করছি।” তারই উত্তর দিয়ে পাল্টা শশী থরুর লিখেছেন, “আমার বন্ধু অর্থনীতিবিদ রথীন রায় আমায় একটা নতুন শব্দ শিখিয়েছেন। পোগোনোট্রফি, যার অর্থ দাড়ির পরিচর্যা করা। যেমন প্রধানমন্ত্রী অতিমারির সময় দাড়ির পরিচর্যা করেছেন।”

এরপরই পের থরুরের নয়া শব্দ নিয়ে উত্তাল নেট দুনিয়া। কেউ কেউ তো এ প্রশ্ন করছেন, “বিশ্বের যদি অক্সফোর্ড ডিকশনারি থাকতে পারে, ভারতের একটা থরুর ডিকশনারি থাকবে না কেন?” তবে এটাই প্রথম বার নয়, এর আগেও একাধিকবার নতুন নতুন শব্দ নিয়ে এসেছেন শশী থরুর। ফরাগো, ট্রোগলোডাইট, এই ধরনের নতুন শব্দ ব্যবহার করেছেন শশী থরুর। ফরাগো শব্দের অর্থ জগাখিচুড়ি। ট্রোগলোডাইট শব্দের অর্থ পুরনো দিনের লোক। উল্লেখ্য, দুবাইয়ের খলিজ টাইমস পত্রিকায় শব্দ নিয়ে সাপ্তাহিক লেখা বেরয় শশী থরুরের।

আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলায় হাজিরা দিচ্ছেন না প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তৃতীয় সমন পাঠাল ইডি

 

TV9 EXCLUSIVE

Next Article