মুখ্যমন্ত্রীকে অপমান! মাথায় কালি ঢেলে, শাড়ি পরিয়ে ঘোরাল বিজেপি নেতাকে
বিজেপি নেতাকে হেনস্থার ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে মহারাষ্ট্র পুলিশ। অভিযুক্ত ১৭ জন শিবসেনা কর্মীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয় ও কিছুক্ষণের মধ্যেই তাঁদের গ্রেফতারও করা হয়।
সোলাপুর: মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন মহারাষ্ট্রের এক বিজেপি নেতা। সেই অপরাধেই শিবসেনা কর্মীরা বিজেপি নেতার মাথায় ঢালা হল কালো রঙ, পরানো হল শাড়ি। বিজেপি নেতাকে এভাবে হেনস্থা করার ঘটনাটি ভিডিয়োবন্দিও করা হয়। ভিডিয়োটি ভাইরাল হতেই অভিযুক্ত ১৭ শিবসেনা কর্মীর নামে অভিযোগ দায়ের করে গ্রেফতার করা হয়।
সম্প্রতি সোলাপুরের বিজেপি নেতা শিরীষ কাতেকর একটি জনসভায় বলেছিলেন যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্য শাসনের যোগ্য নয়। এরপরই রবিবার শিবসেনার একাধিক কর্মী তাঁকে রাস্তায় ঘিরে ধরে ও মাথায় কালো রঙ ঢেলে দেয়। এখানেই থামেননি তাঁরা, এরপর তাঁকে শাড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোও হয়। শিবসেনার সমর্থনে স্লোগানও দিতে থাকেন তাঁরা।
#WATCH I Maharashtra: Shiv Sena workers allegedly pour black ink on a BJP leader and forced him to wear a saree after the latter criticised Chief Minister Uddhav Thackeray, in Solapur pic.twitter.com/gdtL9gChT1
— ANI (@ANI) February 7, 2021
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী বিজেপি নেতাকে ছাড়ানোর চেষ্টা করলেও শিবসেনা কর্মীদের সঙ্গে না পেরে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে যদিও শিবসেনা কর্মীরা এই ঘটনার দায় স্বীকার করে নেন। তাঁরা জানান, প্রয়োজনে জেলে যেতেও রাজি তাঁরা কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের নামে কোনও কথা শুনবেন না।
আরও পড়ুন: ‘ফরেন ডেস্ট্রাক্টিভ ইডিওলজি’, FDI শব্দের ‘জাগলারি’ করে গ্রেটা-রিহানাদের কটাক্ষ মোদীর
বিজেপি নেতাকে হেনস্থার ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে মহারাষ্ট্র পুলিশ। অভিযুক্ত ১৭ জন শিবসেনা কর্মীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয় ও কিছুক্ষণের মধ্যেই তাঁদের গ্রেফতারও করা হয়।
#UPDATE FIR registered against 17 accused, all of them arrested: Solapur Police, Maharashtra
Shiv Sena workers had poured black ink on a BJP leader and forced him to wear a saree after the latter criticised Chief Minister Uddhav Thackeray, in Solapur yesterday. https://t.co/jLCjUBwTci
— ANI (@ANI) February 8, 2021
গ্রেফতারির পর শিবসেনা নেতা পুরষোত্তম বারদে বলেন, “কাটেকরই আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বাজে কথা বলেছিল। শিবসেনা কর্মীদের কাছে উদ্ভবজি ভগবান সমান এবং তাঁর নামে কোনও বাজে কথা আমরা সহ্য করব না। আমরা এই ঘটনার সম্পূর্ণ দায়ভার স্বীকার করছি এবং প্রয়োজনে জেলে যেতেও রাজি।”
আরও পড়ুন: উপত্যকায় পাক অনুপ্রবেশ, সীমান্তেই বিএসএফের গুলিতে খতম অনুপ্রবেশকারী