AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্য নাকি দেউলিয়া হওয়ার মুখে, এদিকে সরকারি অনুষ্ঠানে রুপোর প্লেটে খানাপিনা, প্লেট পিছু খরচ ৫০০০ টাকা!

Govt Spending: এই অনুষ্ঠানে অতিথিদের মাথা পিছু খাবারের খরচ ছিল ৫০০০ টাকা! এখানেই শেষ নয়, অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছিল রুপোর প্লেটে। যা ৫৫০ টাকা প্রতি প্লেট হিসাবে ভাড়া নেওয়া হয়েছিল।

রাজ্য নাকি দেউলিয়া হওয়ার মুখে, এদিকে সরকারি অনুষ্ঠানে রুপোর প্লেটে খানাপিনা, প্লেট পিছু খরচ ৫০০০ টাকা!
রুপোর প্লেটে খাওয়া-দাওয়া।Image Credit: X
| Updated on: Jun 26, 2025 | 8:47 AM
Share

মুম্বই: রাজ্যের ভাঁড়ার নাকি ফাঁকা, এদিকে সরকারি অনুষ্ঠানে খানাপিনায় এলাহি আয়োজন। রুপোর থালায় খাবার পরিবেশন, প্লেট পিছু খরচ ৫০০০ টাকা! বিপুল এই খরচের খতিয়ান সামনে আসতেই চক্ষু চড়কগাছ সকলের। রাজ্য সরকারকে নিশানা করতেও ছাড়ছে না বিরোধীরা।

মুম্বইয়ে পার্লামেন্ট এসটিমেটস কমিটির প্ল্য়াটিনাম জুবিলির মিটিং ছিল। সেই উপলক্ষেই রাজ্য সরকার এলাহি খাওয়া-দাওয়া, পার্টির আয়োজন করে। দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দেশ জুড়ে প্রায় ৬০০ জন আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। অভিযোগ, এই অনুষ্ঠানে অতিথিদের মাথা পিছু খাবারের খরচ ছিল ৫০০০ টাকা!

এখানেই শেষ নয়, অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছিল রুপোর প্লেটে। যা ৫৫০ টাকা প্রতি প্লেট হিসাবে ভাড়া নেওয়া হয়েছিল।

এই খবর চাউর হতেই ময়দানে নামে কংগ্রেস। রাজ্যের শাসক জোট বিজেপি-শিবসেনাকে আক্রমণ করে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র বলেন, “যেখানে রাজ্য দেউলিয়া হওয়ার মুখে, সেখানে এসটিমেটস কমিটির মিটিংয়ে অতিথিদের রুপোর প্লেটে খাবার পরিবেশনের কী দরকার ছিল?”

তিনি প্রশ্ন তোলেন যে একদিকে যেখানে কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, বোনাস দেওয়া হচ্ছে না, উন্নয়নমূলক প্রকল্পের বাজেটে কাটছাট করা হচ্ছে, সেখানে অতিথিদের খাবারের পিছনে ৫০০০ প্রতি প্লেট খরচের কী প্রয়োজন ছিল?

এক সমাজকর্মীর দাবি, ৬০০ অতিথির জন্য ওই অনুষ্ঠানে ২৭ লক্ষ টাকা খরচ করা হয়েছে। মাথা পিছু খরচ ছিল ৪৫০০ টাকা। পাশাপাশি রুপোর প্লেটের জন্য ৫৫০ টাকা প্লেট পিছু খরচ হয়েছে। ৪০ ফুটের ব্যানার, তাজ প্যালেস, ট্রিডেন্টের মতো দামি হোটেলে থাকা, এসি ডাইনিং তাঁবু, ঝাড়বাতি, লাল কার্পেট বিছিয়ে সাধারণ মানুষ ও করদাতাদের টাকা ওড়ানো হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের কোনও বিবৃতি মেলেনি।