Smriti Irani at WITT: দেশ আগে, বিদেশি অতিথিদের সামনে সন্দেশখালি নিয়ে ইংরেজিতে কথা বললেন না স্মৃতি
Smriti Irani at WITT: পুরো সাক্ষাৎকারে ইংরেজি ভাষায় উত্তর দিলেও সন্দেশখালির প্রশ্নে বদলে গেল ভাষা। স্তব্ধতা ভেঙে স্পষ্ট হিন্দিতে ধীরে ধীরে কথা শুরু করলেন তিনি।
নয়া দিল্লি: রাজনীতির ময়দানে তুলনামূলকভাবে ‘নব্য’ হলেও মোদী সরকারের মন্ত্রিসভায় শুরু থেকেই গুরুত্ব পেয়েছেন স্মৃতি ইরানি। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতেও সাফল্যের নজির তৈরি করেছেন। কংগ্রেসের শক্ত ঘাঁটি তথা খোদ রাহুল গান্ধীর হাতে থাকা আমেঠিতেও জয় পেয়েছিলেন স্মৃতি। বর্তমানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে বারবার আক্রমণে শান দিয়েছেন। বাংলার মাটিতে এসেও বিভিন্ন সময়ে শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। ভোট পরবর্তী হিংসার পরও ছুটে এসেছিলেন এ রাজ্যে। তবে TV9 নেটওয়ার্কের কনক্লেভের মঞ্চে সন্দেশখালির প্রশ্ন উঠতেই সামলে নিলেন নিজেকে।
রাজ্যে বিজেপি নেতারা বারবার ছুটে যাচ্ছেন সন্দেশখালি। দফায় দফায় যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। কিন্তু সেই ইস্যুতে প্রশ্ন করতেই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ স্মৃতি। পুরো সাক্ষাৎকারে ইংরেজি ভাষায় উত্তর দিলেও সন্দেশখালির প্রশ্নে বদলে গেল ভাষা। স্তব্ধতা ভেঙে স্পষ্ট হিন্দিতে ধীরে ধীরে কথা শুরু করলেন তিনি।
সামনে দর্শকাসনে উপস্থিত অতিথিদের দিকে তাকিয়ে স্মৃতি বললেন, ‘এখানে অনেক বিদেশি অতিথি আছেন।’ তিনি বলেন, ‘দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি অতিথিদের সামনে আমি আমি বেশি কিছু বলতে চাই না। আমার গলায় যে স্বাভাবিক ঝাঁঝ থাকে, তা পাবেন না।’ তিনি আরও বলেন, ‘জেনেশুনেই আমি হিন্দি ভাষায় কথা বলছি।’
সন্দেশখালিতে শেখ শাহজাহান ও শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তোপ দেগে দফায় দফায় রাস্তায় নামছেন মহিলারা। হাতে তুলে নিচ্ছেন লাঠি-ঝাঁটা। সেই ঘটনা প্রসঙ্গে ঠাণ্ডা গলায় ক্ষোভ উগরে দেন স্মৃতি ইরানি। নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে গলার স্বর চড়াননি একবারও।
বক্তব্য শেষে তিনি আবারও বলেন, “আমি ভেবেচিন্তেই হিন্দিতে কথা বললাম। কারণ বিদেশি অতিথিদের সামনে কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে কথা বলতে চাই না।”