Snake In Train: এক্সপ্রেস ট্রেনের কামরায় ব্যাগের নিচে সাপ, ১ ঘণ্টা তল্লাশি চালিয়ে খুঁজে পেল না বন দফতর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 28, 2022 | 4:42 PM

Snake Fear: পিটিআই জানিয়েছে, ট্রেনে সাপ দেখার খবর জানার সঙ্গে সঙ্গে কোঝিকোড়ের রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছিল, এবং তারা ট্রেন থামিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছিলেন।

Snake In Train: এক্সপ্রেস ট্রেনের কামরায় ব্যাগের নিচে সাপ, ১ ঘণ্টা তল্লাশি চালিয়ে খুঁজে পেল না বন দফতর
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কোঝিকোড়: তিরুবনন্তপুরম-নিজামউদ্দিন এক্সপ্রেসে ঘটেছে এক অবাক করা ঘটনা। পরিস্থিতি এমন হয় যে বাধ্য হয়ে কেরলের কোঝিকোড়ে ট্রেনটিকে থামাতে বাধ্য হন চালক। যাত্রীদের অভিযোগ ছিল ট্রেনে একটি সাপ দেখা গিয়েছে। প্রায় ১ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পরও যাত্রীদের দেখা সরীসৃপটিতে খুঁজে পাওয়া যায়নি। রেলওয়ে সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, টিকিট পরীক্ষককে যাত্রীরা জানিয়েছিলেন, বুধবার রাতে এস৫ কামরার লোয়ার বার্থের নিচে থাকা ব্যাগের মধ্যে একটি সাপ দেখেতে পাওয়া গিয়েছিল। সাপ দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই কারণে গোটা ঘটনাটি তাঁরা টিকিট পরীক্ষককে জানিয়েছিলেন। যাত্রীদের অভিযোগ পেয়ে টিকিট পরীক্ষককের মাফরত চালকের কাছে খবর যায়, এবং তখনই ট্রেনে থামানোর সিদ্ধান্ত হয়েছিল।

পিটিআই জানিয়েছে, ট্রেনে সাপ দেখার খবর জানার সঙ্গে সঙ্গে কোঝিকোড়ের রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছিল, এবং তারা ট্রেন থামিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছিলেন। রেলের উদ্যোগে বনবিভাগের আধিকারিকদের খবর দেওয়া হয়েছিল এবং তারা এসে এস৫ কামরায় সাপটিকে খুঁজতে শুরু করেন। সরীসৃপের তল্লাশির সময় রাত ১০টা ১৫ নাগদ ওই কামরার সকল যাত্রীকে কোঝিকোড় স্টেশনে নামিয়ে চলে তল্লাশি অভিযান। রেলের সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ১ ঘণ্টা তল্লাশি চালিয়েও সাপটিকে খুঁজে পাওয়া যায়নি।

সাপুড়েকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এক যাত্রীর মোবাইলে তোলা সাপের ছবি দেখে জানা গিয়েছে, বনবিভাগের কর্মীরা নিশ্চিত হয়েছেন যে ওটি কোনও বিষাক্ত সাপ নয়। কোনওভাবে সেটি পালাতে সক্ষম হয়েছে অথবা অন্য কোনও লুকিয়ে পড়েছে।  একটি গর্ত দেখে বন বিভাগের কর্মীদের সন্দেহ হয় একটি নির্দিষ্ট গর্তে সাপটি লুকিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে, জানিয়েছে পিটিআই।