AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোটা দেশে নতুন ট্রেন্ড ‘ঠিক করে দেখাও’, আপনিও করবেন নাকি? এর পিছনে রহস্য কী?

Social Media New Trend: সহজ করে বলতে গেলে, যে কাজ সরকারের করা উচিত, অথচ তাদের নজর এড়িয়ে যাচ্ছে ক্রমাগত, সেই ছবিই তুলে সবাই সরকারকে চ্যালেঞ্জ করছে। সঙ্গে লিখছে, "ঠিক কারকে দিখাও" (ঠিক করে দেখান)।

গোটা দেশে নতুন ট্রেন্ড 'ঠিক করে দেখাও', আপনিও করবেন নাকি? এর পিছনে রহস্য কী?
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Jul 05, 2025 | 12:44 PM
Share

নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় যখন কোনও জিনিস ভাইরাল হয়, তখন তা রাতারাতি ট্রেন্ডে পরিণত হয়। একজনকে অনুসরণ করে বাকিরাও একই কাজ করতে থাকে। ২০১৪ সালে এমনভাবেই শুরু হয়েছিল আইস বাকেট চ্যালেঞ্জ। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজের মাথায় বরফ ঢালছিল। ১১ বছর পার করে, এবার ২০২৫ সালে শুরু হচ্ছে নতুন ট্রেন্ড। তবে এবার এই চ্যালেঞ্জ সরকারকে!

কী এই বিষয়টা? সহজ করে বলতে গেলে, যে কাজ সরকারের করা উচিত, অথচ তাদের নজর এড়িয়ে যাচ্ছে ক্রমাগত, সেই ছবিই তুলে সবাই সরকারকে চ্যালেঞ্জ করছে। সঙ্গে লিখছে, “ঠিক কারকে দিখাও” (ঠিক করে দেখান)।

এই ট্রেন্ড শুরু হয়েছে উত্তর প্রদেশ থেকে। সেখানের এক সমাজকর্মী তথা ইনফ্লুয়েন্সার প্রথম এই ট্রেন্ড শুরু করেন। সেখানে তিনি গর্তে ভরা রাস্তা, ভাঙা-চোরা ফুটপাথ, আবর্জনায় ভরা লেকের ছবি পোস্ট করেন। সেই ছবিতে রাজনৈতিক নেতা-আমলাদের ট্যাগ করে “ফিক্স ইট, ক্লিন ইট, ইফ ইউ ক্যান।”

অনেকে আবার এক ধাপ এগিয়ে আবর্জনায় পরিপূর্ণ এলাকার ছবি এবং এআই দিয়ে পরিষ্কার এলাকার ছবি পোস্ট করছেন।  ফেসবুক, এক্স জুড়ে এই পোস্ট ভর্তি।