Congress Presidential Election: শশীর হাতে কংগ্রেসের ভার? থারুরকে সবুজ সংকেত সনিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Sep 19, 2022 | 11:00 PM

Congress Presidential Election: সনিয়া গান্ধীর জায়গায় ফের কি রাহুলের হাতে যাবে কংগ্রেসের দায়িত্ব? নাকি অন্য কেউ দায়িত্ব নেবেন? এই জল্পনার মধ্যেই উঠে এল শশী থারুরের নাম।

Congress Presidential Election: শশীর হাতে কংগ্রেসের ভার? থারুরকে সবুজ সংকেত সনিয়ার
কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়তে শশী থারুরকে সবুজ সংকেত দিলেন সনিয়া গান্ধী

Follow Us

নয়াদিল্লি: কার হাতে থাকবে কংগ্রেসের দায়িত্ব? সনিয়া গান্ধীর (Sonia Gandhi) জায়গায় কে হবেন কংগ্রেসের সভাপতি? রাজনৈতিক মহলের এই জল্পনার মধ্যেই শশী থারুরের নাম উঠে এল আজ। সূত্রের খবর, শশী থারুরকে (Shashi Tharoor) কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশ নিতে সম্মতি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। আজ দু’জনে দীর্ঘ বৈঠক করেন। তার পরই থারুরকে সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সনিয়া সম্মতি দেন বলে সূত্রের খবর।

আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচন হবে। দু’দিন পর ফল ঘোষণা। কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীকে চাইছেন দলের বেশিরভাগ নেতা। কিন্তু, এই নিয়ে এখনও রাহুলের তরফে সবুজ সংকেত পাননি কেউ। এই অবস্থায় কংগ্রেসের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা বাড়ছে।

এই জল্পনার মধ্যেই আজ ১০ জনপথে গিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন শশী থারুর। তাঁর সঙ্গে ছিলেন দীপেন্দর হুডা, জয়প্রকাশ আগরওয়াল এবং বিজেন্দ্র সিং। সূত্রের খবর, কংগ্রেসের সভাপতি নির্বাচনে থারুরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সবুজ সংকেত দিয়েছেন সনিয়া। কংগ্রেসের সভাপতি নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে থারুরকে জানিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী।

কিছুদিন আগে জল্পনা ছড়িয়েছিল, থারুর কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে প্রকাশ্যে এই নিয়ে কিছু বলেননি তিনি। বরং দলের সাংগঠনিক সংস্কার নিয়ে সরব হয়েছেন। কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ G-২৩ নেতাদের একজন তিনি। কংগ্রেসের এই ২৩ জন নেতা দলের সাংগঠনিক পরিকাঠামো বদল এবং অন্তর্বর্তী নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন। এই নিয়ে সনিয়া গান্ধীকে চিঠিও লিখেছিলেন।

২০১৯ সালে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ান। তারপর থেকে স্থায়ী সভাপতি নির্বাচন হয়নি। অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সনিয়া। এদিকে, শশী থারুরের নাম নিয়ে জল্পনার মাঝেই আজ উঠে এসেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম। রাহুলকে সভাপতি হিসেবে দেখতে চান তিনি। এই নিয়ে রাজস্থান কংগ্রেসের তরফে একটি প্রস্তাবনাও পাশ করা হয়। যেখানে বলা হয়, যেন রাহুল গান্ধীকেই সভাপতি করা হয়। সূত্রের খবর, রাহুল নির্বাচনে অংশ না নিলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গেহলট। সেক্ষেত্রে থারুরের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। সবমিলিয়ে কংগ্রেসের পরবর্তী সভাপতি নিয়ে জল্পনা থামছেন না।

Next Article