Nitish Kumar: নবমবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, আর উপমুখ্যমন্ত্রী? নতুন জোটেও পাকল জট
Bihar Political Turmoil: জল্পনা শোনা গিয়েছিল যে মহাগঠবন্ধনের সরকার ভাঙতে চলেছেন নীতীশ কুমার। ফিরছেন এনডিএ-তেই। আগামিকাল, ২৮ জানুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। তবে সমস্যা তৈরি হয়ে হয়েছে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে।বিজেপির দাবি, দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একজনকেই চান নীতীশ।
![Nitish Kumar: নবমবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, আর উপমুখ্যমন্ত্রী? নতুন জোটেও পাকল জট Nitish Kumar: নবমবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, আর উপমুখ্যমন্ত্রী? নতুন জোটেও পাকল জট](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/Large-Image-nitish.jpg?w=1280)
পটনা: সমালোচকরা কটাক্ষ করে তাঁকে ‘পাল্টি কুমার’ বলে ডাকেন। তবে সেই নাম সার্থকও করছেন বিহারের নীতীশ কুমার (Nitish Kumar)। আবারও শিবির বদল করতে চলেছেন তিনি। মহাগঠবন্ধন জোট (Grand Alliance) ভেঙে ফের এনডিএ (NDA) জোটেই ফিরতে চলেছেন নীতীশ। আবার মুখ্যমন্ত্রী হবেন তিনি। এই নিয়ে নবমবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী নিয়ে দোলাচল মিটলেই বিজেপির সঙ্গে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন নীতীশ কুমার।
গতকালই জল্পনা শোনা গিয়েছিল যে মহাগঠবন্ধনের সরকার ভাঙতে চলেছেন নীতীশ কুমার। ফিরছেন এনডিএ-তেই। আগামিকাল, ২৮ জানুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। তবে সমস্যা তৈরি হয়ে হয়েছে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে।বিজেপির দাবি, দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একজনকেই চান নীতীশ। বিজেপির তরফে সুশীল মোদীর নাম সুপারিশ করা হয়েছে উপমুখ্যমন্ত্রী হিসাবে। একসময়ের জেডিইউ নেতা, যিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নীতীশকে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়েননি, তাঁকে নিজের ডান হাত হিসাবে মেনে নেন কি না নীতীশ, তা নিয়েই রয়েছে সংশয়।
সূত্রের খবর, রবিবার মহানাটকের যবনিকা পতন হতে পারে। আগামিকাল বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার। তারপরই বিজেপির সঙ্গে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি।
এদিকে, বিহারের মহাগঠবন্ধন জোট এক বছর কাটতে না কাটতেই মুখ থুবড়ে পড়ায়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। ইন্ডিয়া জোটের প্রধান উদ্যোক্তাই ছিলেন নীতীশ কুমার। তিনিই বিজেপির সঙ্গে হাত মেলালে জোটের আর কোনও অর্থই থাকবে না।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)