TV9 Festival of India: টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র এক্সপোতেই মিলছে তুরস্কের ঝাড়বাতি থেকে রকমারি আলো
Light Collection: টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আলোর স্টলে ঝাড়বাতিগুলি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। দোকানদার জানান, এগুলির নকশা কম্পিউটরে করা হয়। তারপর মহিলারা হাতে তৈরি করেন। হাতে তৈরি হওয়ায় দামও খানিক বেশি। সিঙ্গল ঝাড়বাতিগুলির দাম ২-৩ হাজার টাকা থেকে হচ্ছে।
তুরস্কের লাইট বিখ্যাত। টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় লাইটের স্টলে সেই তুরস্কের লাইটও রয়েছে। এই লাইটগুলি সাধারণ লাইটের থেকে আলাদা এবং অনেক বেশি আকর্ষণীয়। বিশেষত, ঝাড়বাতিগুলি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। দোকানদার জানান, এগুলির নকশা কম্পিউটারে করা হয়। তারপর মহিলারা হাতে তৈরি করেন। হাতে তৈরি হওয়ায় দামও খানিক বেশি। এছাড়া এগুলি ইটালিয়ান কাচের তৈরি। সিঙ্গল ঝাড়বাতিগুলির দাম ২-৩ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। ১০ হাজার ও তারও বেশি দামের ঝাড়বাতি রয়েছে। এই সমস্ত লাইট দেখলে স্বাভাবিকভাবেই মনে হবে, যেন দীপাবলি এসে গিয়েছে। দীপাবলির আলো কিনতে হলে একবার ঘুরে যাওয়া যেতেই পারে, দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-য়।
রকমারি লাইট, ঝাড়বাতির পাশাপাশি ঘর সাজানোর শো-পিস থেকে ওয়াল-প্লেটগুলিও নজরকাড়া। এই সমস্ত প্লেটগুলি সম্পূর্ণভাবে ওয়াশেবল। এছাড়া ডাইনিং টেবিলের শোভা বাড়ানোর জন্য তুলনামূলক কম দামে সুন্দর কোস্টারও রয়েছে। একেবারে হাতে ডিজাইন করা। সবমিলিয়ে, টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় এলেই একসঙ্গে পাওয়া যাবে ঘর সাজানোর সমস্ত ধরনের উপকরণ। এমনকি রয়েছে টু-হুইলারও।