Mumbai Crime: নাবালিকাকে দেড় বছর ধরে ধর্ষণ বাবা, মামার, ঘটনার বিবরণ শুনে অবাক মহিলা পুলিশকর্মীরা

Step father: মহিলা পুলিশ কর্মীদের জেরার মুখে ওই নাবালিকা তাঁদের জানায় তাঁর সৎ বাবা এবং মামা তাঁকে ২০২০ সালের নভেম্বর থেকে ধর্ষণ করেছে।

Mumbai Crime: নাবালিকাকে দেড় বছর ধরে ধর্ষণ বাবা, মামার, ঘটনার বিবরণ শুনে অবাক মহিলা পুলিশকর্মীরা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 1:52 PM

মুম্বই: মুম্বইয়ে এক ন্যক্কারজনক ধর্ষণের (Worli Rape Case) ঘটনা ঘটেছে। ১৩ বছর বয়সী এক নাবালিকাকে দেড় বছর ধরে ধর্ষণ করার অভিযোগে তাঁর সৎ বাবা এবং মামার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা রুজু করেছে ওয়রলি থানার পুলিশ এবং অভিযুক্ত ২ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধেবেলা এই ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আসে। স্থানীয় এলাকায় টহলদারি (Police Patroling) চালানোর সময় নির্যাতিতা নাবালিকাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন ওয়ারলি থানার পুলিশ আধিকারিকরা। তখনই তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ওই নাবালিকা নির্যাতনের কারণে আতঙ্কিত অবস্থায় ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে পুলিশ বুঝতে পারে, নিশ্চয়ই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। থানায় নিয়ে এসে ওই নাবালিকা প্রশ্ন করতে দীর্ঘ দেড় বছর ধরে তাঁর ওপর হওয়া যৌন নির্যাতনের কথা জানতে পারে পুলিশ। ঘটনার বিবরণ শুনে থানার মহিলা পুলিশ কর্মীদের মুখ হাঁ হয়ে গিয়েছিল।

মহিলা পুলিশ কর্মীদের জেরার মুখে ওই নাবালিকা তাঁদের জানায় তাঁর সৎ বাবা এবং মামা তাঁকে ২০২০ সালের নভেম্বর থেকে ধর্ষণ করেছে। পুলিশ তাঁকে বিওয়াইএল নায়ার হাসপাতালে পাঠিয়েছিল, সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছে এবং ওয়ারলি থানার পুলিশ এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

সিনিয়র পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর এফআইআর দায়ের করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুই অভিযুক্তই নাবালিকার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে, পরিবারের অন্যান্যরা ওই নাবালিকাকে চাপ দিয়ে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছেন বলেই জানিয়েছে পুলিশ। এমনকী তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে দ্রুত পদক্ষেপ করার কথা ভাবছে পুলিশ।

এফআইআর দায়ের হওয়ার পর থেকেই ওয়ারলি পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং শুক্রবার তাদের আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ওয়ারলি থানার সিনিয়র পুলিশ আধিকারিক অনিল কোলি এই ঘটনার কথা স্বীকার করেছেন।