Sunny Leone: মহিলা আর্থিক ভাতা নিচ্ছেন সানি লিওনি! মাসে মাসে অ্যাকাউন্টে জমা পড়ছে ১০০০ টাকা
Fraud: প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হয় এই প্রকল্পের অধীনে। সেই প্রকল্পেই উপভোক্তার তালিকা খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা গেল, উপভোক্তার তালিকায় নাম রয়েছে সানি লিওনিরও।
রায়পুর: মহিলা ভাতা পাচ্ছেন সানি লিওনি। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা! বিষয়টি সামনে আসতেই স্তম্ভিত সবাই। কীভাবে সম্ভব এটা? তদন্তে নামতেই কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে এল।
পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যেই এখন মহিলাদের জন্য আর্থিক ভাতা চালু হয়েছে। ছত্তীসগঢ়েও বিবাহিত মহিলাদের জন্য রয়েথে মহতরী বন্ধন যোজনা। প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হয় এই প্রকল্পের অধীনে। সেই প্রকল্পেই উপভোক্তার তালিকা খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা গেল, উপভোক্তার তালিকায় নাম রয়েছে সানি লিওনিরও।
ছত্তীসগঢ়ের বাস্তার জেলায় তালুর গ্রামে এই প্রতারণা হয়েছে। তদন্তে নেমে জানা যায়, বীরেন্দ্র যোশী নামক এক ব্যক্তি সানি লিওনির নামে অ্যাকাউন্ট খুলেছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। সরকারি আধিকারিকরা, যারা ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, তাদেরও চিহ্নিত করা হয়েছে।
মহিলা ও শিশু কল্যাণ দফতরকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সানি লিওনি নামে যে অ্যাকাউন্টে এতদিন ধরে টাকা জমা পড়ছিল, সেই অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসতেই শাসক দল বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এই প্রকল্পের ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো। সব টাকা বিজেপির পকেটে যাচ্ছে।