AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান’, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Supreme Court of India: উল্লেখ্য, রাজ্যের অনুমোদন ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃপ্রণোদিত এফআইআর দায়েরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বক্তব্য, ২০১৮ সালে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নেওয়া হয়েছিল

Supreme Court: 'আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান', কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 5:23 PM
Share

নয়া দিল্লি: রাজ্যের তরফে অনুমতি প্রত্যাহারের পরও কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনও রাজ্যে? কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের করা এই মামলার শুনানিতে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। রাজ‍্যের তরফে সওয়াল করেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কিন্তু এ দিনের শুনানিতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন না কোনও আইনজীবী। সেই কারণেই কার্যত বিরক্ত হয় আদালত।

উল্লেখ্য, রাজ্যের অনুমোদন ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃপ্রণোদিত এফআইআর দায়েরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বক্তব্য, ২০১৮ সালে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরও একতরফাভাবে মামলা দায়ের করা হচ্ছে। তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এমনটাই অভিযোগ রাজ্যের।

দীর্ঘ সেই মামলার শুনানি ছিল সোমবার। রাজ্যের তরফে আইনজীবী থাকলেও কেন্দ্রের কোনও আইনজীবী ছিল না। যার জেরে কার্যত বিরক্ত হয়ে বিচারপতি গাভাই বলেন, “আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান। আপনাদের প্যানেলে এত আইনজীবী- ‘ল’ অফিসার রয়েছেন। তাঁরা কোথায়? তাঁদের কেউ উপস্থিত থাকতে পারলেন না?” এরপর বিচারপতি গাভাইয়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন জুনিয়র আইনজীবী। তিনি জানান, সিনিয়র আইনজীবী সওয়াল করবেন। কিন্তু তিনি অন‍্য কোর্টে ব‍্যস্ত। জুনিয়র আইনজীবী অনুরোধ করেন, পাসওভার দেওয়ার। তারপর পাসওভার দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পর।