AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HMPV Virus: মহারাষ্ট্রেও ঢুকে পড়ল HMPV, একদিনে আক্রান্ত দুই শিশু

HMPV Virus: গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা। অবশ্য বাংলা এখনও এই নয়া চিনা ভাইরাসের যে প্রভাব পড়েনি এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দফতর।

HMPV Virus: মহারাষ্ট্রেও ঢুকে পড়ল HMPV, একদিনে আক্রান্ত দুই শিশু
প্রতীকী ছবিImage Credit: Yuichiro Chino/Moment/Getty Images
| Updated on: Jan 07, 2025 | 12:01 PM
Share

নয়াদিল্লি: দেশের একাধিক রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। বাড়ছে সংক্রমণ। গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা। অবশ্য বাংলা এখনও এই নয়া চিনা ভাইরাসের যে প্রভাব পড়েনি এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দফতর।

এদিন আবার মহারাষ্ট্রের নাগপুরে মিলল খোঁজ মিলল দুই এইচএমপিভি আক্রান্তের। ৭ ও ১৪ বছর বয়স্ক এই দুই শিশুকে গত ৩ জানুয়ারি জ্বর, সর্দি-কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নমুনা সংগ্রহের পর দু’জনের মধ্যেই এই চিনা ভাইরাস সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্ক বার্তা। HMPV এর সংক্রমণ নিয়ে আগাম সচেতনতা বজায় রাখারও নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। এর আগে গুজরাটের আমেদাবাদে এক শিশুর শরীরে HMPV এর সংক্রমণের হদিশ মিলেছে। এছাড়াও, বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশু। যেহেতু, গুজরাট ও কর্নাটক উভয়েই মহারাষ্ট্রের একদমই নিকটবর্তী রাজ্য। সেহেতু তা চিন্তার আবহ তৈরি করেছে, এই নিয়ে কোনও সন্দেহই নেই।

আপাতত এই চিনা ভাইরাস থেকে অনেকটাই নিরাপদ বাংলা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে এখনও পর্যন্ত কোনও HMPV আক্রান্তের হদিশ মেলেনি। অন্য দিকে, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও আক্রান্ত হয়েছেন দু’জন। গোটা দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাত।

তবে HMPV নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানান, এর আগে বহুবার বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। ২০০১ সালেও এই ভাইরাসের প্রথম সংক্রমণ দেখা যায়।

তিনি আরও জানান,’ভাইরাসকে পর্যদুস্ত করতে আসরে নেমে পড়েছে কেন্দ্র। নেওয়া হচ্ছে যথাযথ পদক্ষেপও। এই মুহূর্তে জনগণের উচিত কোনও ভাবেই আতঙ্কিত না হওয়া ও শান্তির পরিবেশ বজায় রাখা।’