Kerala High Court: সুইগি, জোম্যাটো নয়, মায়ের হাতে তৈরি খাবার দিন বাচ্চাদের: কেরল হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 13, 2023 | 6:37 PM

Kerala High Court: এদিন শুনানি চলাকালীন সময়ে বারবার নাবালকদের হাতে মোবাইল দেওয়া নিয়ে অভিভাবকদের সতর্ক করতে দেখা যায় বিচারপতিকে। আদালতের পর্যবেক্ষণ, ইন্টারনেট সংযোগ রয়েছে এমন স্মার্টফোন থেকে সহজেই পর্ন ফিল্ম সহ এমন অনেক জিনিস দেখা যায় যা কোনও নাবালতের প্রাকৃতিক বৃদ্ধির পথকে অনেক জটিল করে দেয়।

Kerala High Court: সুইগি, জোম্যাটো নয়, মায়ের হাতে তৈরি খাবার দিন বাচ্চাদের: কেরল হাইকোর্ট
কেরল হাইকোর্ট (ফাইল ছবি)

Follow Us

কেরল: রাত হোত দিন, লাঞ্চ হোক বা ডিনার, অনলাইনে চটপট থাবার অর্ডার এখন যেন নগরযাপনের অন্যতম নিত্য সঙ্গী হয়ে উঠছে। দ্বিগুণ, তিন গুণ দামে বিকোচ্ছে নানাবিধ খাবার। অফার, রেফার কোডের চক্করে এখন ভিড় জমাচ্ছেন নেট নাগরিকরা। সবথেকে বেশি ভিড় কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণীদের। সোজা কথায় অল্প বয়সীদের মধ্যেই এই প্রবণতা সবথেকে বেশি। এবার এই প্রবণতা নিয়েই আশঙ্কার সুর কেরল হাইকোর্টের। সুইগি, জোম্যাটো নয়, বাচ্চাদের হাতে তুলে দিন মায়ের হাতে তৈরি করা সুস্বাদু খাবার, বললেন কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান। 

প্রসঙ্গত, প্রকাশ্যে পর্ন দেখা নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন বাচ্চাদের হাতে ফোন, ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে কেরল হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রযুক্তির যাঁতাকলে পড়ে গিয়ে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে বর্তমান প্রজন্ম। 

সে কারণেই বিচাপতি পিভি কুনহিকৃষ্ণানের স্পষ্ট পরামর্শ, ছোটদের বাইরে খেলতে যেতে দিন। খেতে দিন মায়ের হাতে তৈরি করা খাবার। সুইগি, জোম্যাটোর মতো অনলাইন খাদ্য সরবরাহকারী কোম্পানিগুলির থেকে বাচ্চাদের দূর রাখুন। বাড়ির তৈরি খাবারে অভ্যাস বাড়লে অনলাইন অ্যাপের প্রতি ঝোঁক কমবে বাচ্চাদের। এদিন শুনানি চলাকালীন সময়ে বারবার নাবালকদের হাতে মোবাইল দেওয়া নিয়ে অভিভাবকদের সতর্ক করতে দেখা যায় বিচারপতিকে। আদালতের পর্যবেক্ষণ, ইন্টারনেট সংযোগ রয়েছে এমন স্মার্টফোন থেকে সহজেই পর্ন ফিল্ম সহ এমন অনেক জিনিস দেখা যায় যা কোনও নাবালতের প্রাকৃতিক বৃদ্ধির পথকে অনেক জটিল করে দেয়। মানসিক বিকৃতি, নানাবিধ সামাজিক সমস্যারও মুখোমুখি করে দেয়। 

Next Article