একদিনেই মৃত্যুহারে ১৭ শতাংশ বৃৃদ্ধি তামিলনাড়ুতে, ৩৬ হাজার পার দৈনিক আক্রান্তের সংখ্যা

শুক্রবার তামিলনাড়ুতে করোনা সংক্রমণের জেরে প্রাণ হারান ৪৬৭ জন, যা আগের দিনের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি।

একদিনেই মৃত্যুহারে ১৭ শতাংশ বৃৃদ্ধি তামিলনাড়ুতে, ৩৬ হাজার পার দৈনিক আক্রান্তের সংখ্যা
রাজ্যের করোনা কেন্দ্র গুরে দেখছেন নয়া মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ছবি:PTI
Follow Us:
| Updated on: May 22, 2021 | 7:40 AM

চেন্নাই: সংক্রমণের থেকেও চিন্তা বাড়াচ্ছে দেশের মৃত্যুহার। একাধিক রাজ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা বেড়েছে প্রথমবারের তুলনায়। শুক্রবার তামিলনাড়ুতে করোনা সংক্রমণের জেরে প্রাণ হারান ৪৬৭ জন, যা আগের দিনের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি।

রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১৮৪ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটিই ছিল ৩৫ হাজার ৫৭৯, অর্থাৎ একদিনেই সংক্রমণের হার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণের থেকেও বেশি চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার।

রাজ্যের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একদিন আগেই এই সংখ্যাটা ছিল ৩৯৭। অর্থাৎ একদিনে ১৭.৬ শতাংশ মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে রাজ্যে। চেন্নাইতে মৃতের সংখ্যা ৭৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৯-এ। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৩, সেখানে গতকাল আক্রান্ত হয়েছেন ৫৯১৩ জন।

বর্তমানে তামিলনাড়ুতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৬২৯। রাজ্যে পজেটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২১.৮ শতাংশে। এখনও অবধি রাজ্যে মোট ১৯ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে।

কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, যে ১০টি রাজ্য থেকে দেশের ৭৬.৬৬ শতাংশ সংক্রমণ হচ্ছে, তারমধ্যে অন্যতম হল তামিলনাড়ু। এছাড়াও মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও অসমেই সর্বাধিক সংখ্যক সংক্রমণ হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের সক্রিয় রোগীর ৬৯.৪৭ শতাংশই কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের বাসিন্দা।

আরও পড়ুন: ‘করোনাকে করি না ভয়’, উপত্যকায় সচেতনতা বাড়াতে টিকা নিলেন ১২০ বছরের বৃদ্ধা, কুর্নিশ সেনাবাহিনীর