Bank locker: ব্যাঙ্কের লকারে গচ্ছিত ১৮ লক্ষ টাকা খেল উইপোকায়, চক্ষু চড়কগাছ মহিলার
Termites ate notes: ব্যাঙ্কের লকারের ভিতর উইপোকা এল কীভাবে? উত্তর জানা নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষেরও। ব্যাঙ্ক আধিকারিকেরাও এই ঘটনায় হতবাক। এবার কী হবে? ক্ষতিপূরণ কী মিলবে? ওই ব্যাঙ্কের তরফে স্পষ্ট জবাব মেলেনি। গোটা ঘটনাটি ব্যাঙ্কের সদর দফতরে জানানো হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
মোরদাবাদ: মেয়ের বিয়ের জন্য ১৮ লক্ষ টাকা জমিয়েছিলেন। মধ্যবিত্ত পরিবারের মহিলা অলকা পাঠক অতগুলি টাকা গচ্ছিত রাখার নিরাপদ স্থান হিসাবে ব্যাঙ্কের লকারকেই বেছে নিয়েছিলেন। কিন্তু, সেখানেও বিপত্তি। টাকা রাখার একবছর পর লকার খুলতেই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে! এ কী অবস্থা! লকারের ভিতরে উইপোকা (Termites)। ১৮ লক্ষ টাকার বান্ডিলের পুরোটাই ভরে গিয়েছে উইপোকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar pradesh) মোরদাবাদে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায়।
মোরদাবাদের বাসিন্দা অলকা পাঠক জানান, গত বছরের অক্টোবরে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মোরদাবাদের এশিয়ানা শাখায় ১৮ লক্ষ টাকা রেখেছিলেন। সম্প্রতি ব্যাঙ্কের তরফে তাঁকে লকারের চুক্তি পুনর্নবীকরণ করার জন্য KYC আপডেট করার কথা বলা হয়। লকারের চুক্তি পুনর্নবীকরণ করতেই তিনি ব্যাঙ্কে যান এবং লকারটি খোলেন। লকার খুলতেই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে! লকার খুলতেই বেরিয়ে আসে উইপোকার বান্ডিল। মেয়ের বিয়ের জন্য যে ১৮ লক্ষ টাকা অলকাদেবী রেখেছিলেন, তার পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত নোটে ভরে গিয়েছে উইপোকা।
ব্যাঙ্কের লকারের ভিতর উইপোকা এল কীভাবে? উত্তর জানা নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষেরও। ব্যাঙ্কের আধিকারিকেরাও এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন। এবার কী হবে? ক্ষতিপূরণ কী মিলবে? ব্যাঙ্ককর্মী ও আধিকারিকের তরফে স্পষ্ট কোনও জবাব মেলেনি। গোটা ঘটনাটি ব্যাঙ্কের সদর দফতরে জানানো হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। কিন্তু, ক্ষতিপূরণ না পেলে মেয়ের বিয়ে দেবেন কীভাবে, তা ভেবে পাচ্ছেন না অলকাদেবী। ব্যাঙ্কের তরফে এ ব্যাপারে কোনও সাহায্য না মিললে তিনি সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে যতদূর যাওয়ার যাবেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অলকা পাঠক।
যদিও ব্যাঙ্কের লকারে টাকা গচ্ছিত রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের লকার-চুক্তি অনুযায়ী, লকারে গয়না বা নথি রাখা যেতে পারে। কোনও টাকা গচ্ছিত রাখা যাবে না। এছাড়া ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, চুরি, ডাকাতি, প্রতারণা বা অগ্নিকাণ্ডের ঘটনায় লকারের সামগ্রী ক্ষতিগ্রস্ত হলে গ্রাহক ক্ষতিপূরণ পাবে। উইপোকায় ক্ষতিগ্রস্ত হলে কী হবে, সে ব্যাপারে কোনও নির্দেশিকা নেই। ফলে ১৮ লক্ষ টাকা উইপোকায় খাওয়ার কোনও ক্ষতিপূরণ অলকাদেবী আদৌ পাবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।