AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Temple: অযোধ্যার রাম মন্দিরের ঢেউ বিদেশেও! থাইল্যান্ড থেকে আসবে মাটি, থাকছে আরও বিশেষ চমক

Ram Temple: স্বামী বিজ্ঞানানন্দ বলেন, অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সাক্ষ্য রাখার জন্য আমরা ৫১টি দেশকে বেছে নিয়েছি। সুশীলকুমার সরফ এবং আমিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকব। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা এই অনুষ্ঠানে সামিল হবেন, তাঁদের জন্য অযোধ্যা থেকে প্রসাদ, রাম মন্দিরের রেপ্লিকা পাঠানো হবে বলেও জানিয়েছেন WHF সভাপতি।

Ayodhya Ram Temple: অযোধ্যার রাম মন্দিরের ঢেউ বিদেশেও! থাইল্যান্ড থেকে আসবে মাটি, থাকছে আরও বিশেষ চমক
অযোধ্যার রাম মন্দির।
| Updated on: Dec 01, 2023 | 1:18 AM
Share

অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) নির্মাণের কাজ প্রায় শেষ। এবার বিগ্রহ প্রতিষ্ঠার পালা। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শ্রীরামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হবে। আর সেই অনুষ্ঠানেও থাকছে বিশেষ চমক। ভূমিপুজো থেকে মন্দির নির্মাণের সময় যেমন দেশ-বিদেশের বিভিন্ন পুণ্যস্থান থেকে মাটি, নদীর জল নিয়ে আসা হয়েছিল, তেমনই এবার বিগ্রহ প্রতিষ্ঠার সময় থাইল্যান্ড (Thailand) থেকে আসছে মাটি। শুধু তাই নয়, অযোধ্যায় রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সুদূর থাইল্যান্ডে।

ভারত ও থাইল্যান্ডের মধ্যে কেবল অবস্থানগত সাদৃশ্য নেই, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে। সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই অযোধ্যায় রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে মাটি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু ফাউন্ডেশন (WHF)-এর প্রতিষ্ঠাতা ও চেয়াম্যান স্বামী বিজ্ঞানানন্দ। থাইল্যান্ডে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর সভাপতি সুশীলকুমার সরফ এই উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

থাইল্যান্ড থেকে কেবল রাম জন্মভূমিতে মাটি আসা নয়, বিগ্রহ প্রতিষ্ঠার সমস্ত অনুষ্ঠান লাইভ সম্প্রচার হবে থাইল্যান্ডে। মূলত, ব্যাংকক এবং বিশ্বের যে সমস্ত প্রান্তে হিন্দুরা আছে, সেখানে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত করা হবে বলে জানিয়েছেন স্বামী বিজ্ঞানানন্দ। তিনি আরও বলেন, অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সাক্ষ্য রাখার জন্য আমরা ৫১টি দেশকে বেছে নিয়েছি। সুশীলকুমার সরফ এবং আমিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকব। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা এই অনুষ্ঠানে সামিল হবেন, তাঁদের জন্য অযোধ্যা থেকে প্রসাদ, রাম মন্দিরের রেপ্লিকা পাঠানো হবে বলেও জানিয়েছেন WHF চেয়ারম্যান।