Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৌগত রায়দের গাজিপুর সীমানায় আটকাল পুলিশ

বৃহস্পতিবার গাজিপুর সীমানায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, ডিএমকে নেত্রী কানিমোঝি-সহ একাধিক বিরোধী নেতৃত্ব।

সৌগত রায়দের গাজিপুর সীমানায় আটকাল পুলিশ
গাজিপুর সীমানায় প্রতিনিধি দল।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 11:56 AM

নয়া দিল্লি: কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ১০ বিরোধী দলের সাংসদ। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। গাজিপুর সীমানায় পুলিশি ব্যারিকেডের কারণে পিছিয়ে আসতে হয় তাঁদের। পরে সৌগত রায় বলেন, “আমরা ১০টা রাজনৈতিক দলের সাংসদ আজ কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বলা হল এটা প্রহিবিটেড এরিয়া। ওদিকে কৃষকদের জল নেই, খাবার নেই, শৌচাগারের ব্যবস্থা নেই। বিষয়টা আমরা সংসদে তুলব।”

বৃহস্পতিবার ৭১ দিনে পড়ল দিল্লির কৃষক আন্দোলন। গাজিপুর, সিংঘু-সহ পাঁচ সীমানায় আটসাঁট করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ। বন্ধ গাজিপুর সীমানা। নতুন কৃষি আইন প্রত্যাহারে দাবিতে অনড় কৃষকরা শনিবার দেশজুড়ে চাক্কা জ্য়ামের ডাক দিয়েছে। বেলা ১২টা থেকে বেলা ৩টে অবধি দেশের সব জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করবেন কৃষকরা।

এরইমধ্যে বৃহস্পতিবার গাজিপুর সীমানায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, ডিএমকে নেত্রী কানিমোঝি-সহ একাধিক বিরোধী নেতৃত্ব। শিরোমণি আকালি দলের সাংসদ হরসিমরত কউর বাদল বলেন, “লোকসভায় যাতে এই বিষয়টা (কৃষকদের আন্দোলন) নিয়ে কথা বলতে পারি সে কারণেই আজ এখানে এসেছি। এবার সংসদে সব দল বিস্তারিতভাবে বলতে পারবে এখানে আসলে কী হচ্ছে।”

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে প্রিয়ঙ্কা গান্ধীর কনভয়! অল্পের জন্য রক্ষা রাজীবকন্যার

পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি যাতে কোনওভাবেই উত্তেজনার পরিবেশ না তৈরি হয়, সে কারণেই এই প্রতিনিধি দলকে সীমানার দেড় কিলোমিটার আগেই আটতে দেওয়া হয়।