AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সম্পূর্ণ লকডাউনই একমাত্র রাস্তা’, করোনা রুখতে দাওয়াই রাহুলের

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করার পরেও কেন্দ্র বারবার আশ্বস্ত করেছে লকডাউন কায়েম হবে না।

'সম্পূর্ণ লকডাউনই একমাত্র রাস্তা', করোনা রুখতে দাওয়াই রাহুলের
ফাইল চিত্র।
| Updated on: May 04, 2021 | 11:29 AM
Share

নয়া দিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID) আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। বেলাগাম এই করোনা পরিস্থিতি রোখার একমাত্র রাস্তা লকডাউন। তাই কেন্দ্রের কাছে সেই আর্জি জানিয়ে টুইট করলেন কংগ্রেস নেতা তথা ওয়ানাদের সাংসদ রাহুল গান্ধী। টুইট করে রাহুল লিখেছেন, “ভারত সরকার এটা বুঝতে পারছে না করোনা সংক্রমণ রোখার একমাত্র রাস্তা সম্পূর্ণ লকডাউন।” ন্যূনতম আয় যোজনার মাধ্যমে লকডাউন কায়েম করার কথা জানান রাহুল।

দেশে করোনা সংক্রমণের প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন তা রুখতে লকডাউনের পথে হেঁটেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। লকডাউনে গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি পৌঁছেছিলেন পরিযায়ীরা। লকডাউনে রাস্তায় প্রাণও হারিয়েছিলেন একাধিক পরিযায়ী। তখন কেন্দ্রের লকডাউন কায়েম করার সিদ্ধান্তকে দুষেছিল বিরোধীরা। পর্যাপ্ত ব্য়বস্থা না নিয়ে লকডাউন কায়েম করার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করার পরেও কেন্দ্র বারবার আশ্বস্ত করেছে লকডাউন কায়েম হবে না। প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন এখন লকডাউন কায়েম করার কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই। জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে কনটেইনমেন্ট জ়োনের কথা বললেও লকডাউন কায়েম করার কোনও ইঙ্গিত দেননি প্রধানমন্ত্রী। তবে গোটা দেশে যেভাবে সংক্রমণের গতি বাড়ছে, তাতে লকডাউন কায়েম করার পক্ষেই সওয়াল করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। মার্কিন স্বাস্থ্য কর্তা অ্যান্টনি ফৌসিও লকডাউনের পক্ষে সওয়াল করেছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। স্রেফ ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। যার ফলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯১ বেড়ে এখন ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। এ পর্যন্ত দেশে করোনা জয় করেছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন।

আরও পড়ুন: ভিডিয়ো: লকডাউনের স্তোত্র পাঠ, করোনাবিধি ভাঙায় ব্যতিক্রমী শাস্তি পুলিশের