Supreme Court: এবার সুপ্রিম কোর্টে বেকায়দায় রাজ্য, ২ সপ্তাহের মধ্যেই…

Supreme Court: শীর্ষ আদালতের নির্দেশ মান্য না হলে কলকাতা হাইকোর্টকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার নির্দেশ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী, কোনও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশের বিরুদ্ধে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুনালে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে।

Supreme Court: এবার সুপ্রিম কোর্টে বেকায়দায় রাজ্য, ২ সপ্তাহের মধ্যেই...
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 7:31 PM

নয়া দিল্লি: এবার মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন নিয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারকে আগামী দু’ সপ্তাহের মধ্যে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুনির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইবুনাল গঠন সম্পন্ন হল কি না তা জানাতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

শীর্ষ আদালতের নির্দেশ মানা না হলে কলকাতা হাইকোর্টকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার নির্দেশ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী, কোনও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশের বিরুদ্ধে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুনালে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে। কিন্তু পশ্চিমবঙ্গে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল এখনও যথাযথভাবে গঠিতই হয়নি।

গত ৯ অগস্ট ট্রাইবুনাল গঠন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশ দিলেও তা তা কার্যকর হয়নি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়্যার বেঞ্চের বক্তব্য, রাজ্য সরকার ট্রাইবুনালের চেয়ারপার্সন নিয়োগ করলেও বিচার বিভাগীয় ও টেকনিক্যাল স্টাফদের নিয়োগ এখনও করেনি, যার ফলে ট্রাইবুনাল কার্যকর করা যাচ্ছে না।