DY Chandrachud: ‘সোমবার থেকে ওরা বেকার হয়ে গেল’, শেষ দিনে কেন এ কথা বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 09, 2024 | 12:36 PM

Online Trolling: ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "আপনারা সবাই হয়তো জানেন যে আমি কতটা ট্রোলিংয়ের শিকার হয়েছি। বিচারব্যবস্থায় আমিই হয়তো সবথেকে ট্রোলড বিচারপতি।"

DY Chandrachud: সোমবার থেকে ওরা বেকার হয়ে গেল, শেষ দিনে কেন এ কথা বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?
ডিওয়াই চন্দ্রচূড়।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন ডিওয়াই চন্দ্রচূড়। কর্মজীবনের শেষদিনে নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন তিনি। প্রধান বিচারপতি থাকাকালীন যে যে সমালোচনার মুখে পড়েছেন, কটাক্ষের শিকার হয়েছেন, তা কীভাবে গ্রহণ করেছেন, তাও সকলের সঙ্গে ভাগ করে নেন ডিওয়াই চন্দ্রচূড়।

শুক্রবার, অবসরের দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে যাবতীয় সমালোচনা গ্রহণ করার মতো চওড়া তাঁর কাঁধ, কারণ তিনি জীবনে স্বচ্ছতায় বিশ্বাস করেন। তাঁর মতে, সূর্যের কিরণই সবথেকে সেরা ‘জীবাণুনাশক’ হিসাবে কাজ করে।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনারা সবাই হয়তো জানেন যে আমি কতটা ট্রোলিংয়ের শিকার হয়েছি। বিচারব্যবস্থায় আমিই হয়তো সবথেকে ট্রোলড বিচারপতি। তবে আমি ভাবছি যে সোমবার থেকে কী হবে, কারণ যারা আমায় ট্রোল করতেন, তারা বেকার হয়ে যাবেন।”

প্রসঙ্গত, সম্প্রতিই ডিওয়াই চন্দ্রচূড় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তাঁর বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রধানমন্ত্রী মোদী পুজোয় অংশ নেওয়ার পর থেকেই প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের নিরপেক্ষতা এবং তাঁর দেওয়া বিভিন্ন রায় নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরপরে রাম মন্দির-বাবরি মসজিদের রায় প্রদানের আগেই দিন ভগবানের সামনে বসে প্রার্থনা করার মন্তব্যের জেরেও ব্যাপক বিতর্ক হয়।

কর্মজীবনের শেষদিনে এই সমালোচনার জবাব দিয়েই তিনি বলেন, “আমি ব্যক্তিগত জীবন জনসমক্ষে এনেছিলাম। যখন ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা হয়, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে, তখন নিজেকে সমালোচনা গ্রহণের জন্যও প্রস্তুত রাখতে হয়। আমার কাঁধ এই সমস্ত সমালোচনা গ্রহণের মতো চওড়া।”

Next Article