New Parliament: আমন্ত্রণ পাননি খোদ রাষ্ট্রপতিই! নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট তৃণমূল সহ ১৯ বিরোধী দলের

Opposition Parties: তৃণমূলের তরফে অনুষ্ঠানে যোগদান না করার কথা জানানোর কিছুক্ষণ পরই আম আদমি পার্টির তরফেও রবিবারের সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার কথা জানানো হয়। আপ সাংসদ সঞ্জয় সিং জানান, রাষ্ট্রপতিকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে তারা অনুষ্ঠান বয়কট করছেন।

New Parliament: আমন্ত্রণ পাননি খোদ রাষ্ট্রপতিই! নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট তৃণমূল সহ ১৯ বিরোধী দলের
নতুন সংসদ ভবনের উদ্বোধনে যাবেন না মমতা-কেজরী-নীতীশ-রাহুলের দল।
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 12:06 PM

নয়া দিল্লি: তৈরি নতুন সংসদ ভবন (New Parliament)। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের (Central Vista Project) অধীনে তৈরি এই নতুন সংসদ ভবনেই এবার থেকে লোকসভা-রাজ্যসভার অধিবেশন বসবে। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে। তবে আমন্ত্রণ পেলেও যেতে নারাজ তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবারই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার ডাক দেন। আজ, বুধবার মোট ১৯টি বিরোধী দলের তরফে যৌথ বিবৃতি জারি করে জানানো হয়, সবকটি দলই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবেন।

আজ, বুধবার ১৯টি বিরোধী রাজনৈতিক দলের তরফে যৌথ বিবৃতি জারি করে জানানো হয়, সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)-কে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদেই তারা সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। 

যে ১৯টি রাজনৈতিক দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না, সেই দলগুলি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, শিবসেনা (ইউবিটি), সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, রাষ্ট্রীয় লোক দল, জনতা দল ইউনাইটেড প্রমুখ।

মঙ্গলবারই তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, তৃণমূল কংগ্রেস নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি টুইটে লেখেন, “সংসদ শুধু একটা নতুন বিল্ডিং নয়, এটা ঐতিহ্য, মূল্যবোধ, নিয়মের প্রতিষ্ঠান। এটা ভারতীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্থর। প্রধানমন্ত্রী মোদী এটা বোঝেন না। তাঁর কাছে রবিবারে নতুন সংসদ ভবন উদ্বোধন পুরোটাই শুধু নিজেকে নিয়ে। তাই আমাদের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ রাখুন।”

তৃণমূলের তরফে অনুষ্ঠানে যোগদান না করার কথা জানানোর কিছুক্ষণ পরই আম আদমি পার্টির তরফেও রবিবারের সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার কথা জানানো হয়। আপ সাংসদ সঞ্জয় সিং জানান, রাষ্ট্রপতিকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে তারা অনুষ্ঠান বয়কট করছেন।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা সিপিআই-র তরফেও অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ডি রাজা জানান, দলের কোনও সদস্য় এই অনুষ্ঠানে যোগ দেবেন না। সিপিএমের তরফে বয়কটের কথা না বলা হলেও, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ জানানো হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “যখন সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছিল, তখনও মোদী রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছিলেন। এখন উদ্বোধনী অনুষ্ঠানেও তাই করা হল। এটা গ্রহণযোগ্য নয়।”

কংগ্রেসের তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি জানানো না হলেও, সূত্রের খবর, তৃণমূল, আম আদমি পার্টির মতো কংগ্রেসও নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাবে। আজ কংগ্রেসের তরফে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হতে পারে।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...