TMC: যোগ দেবে না খাড়্গের বৈঠকে, বাজেট অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল!
TMC: সূত্রের খবর, নিজেদের ইস্যু সর্বদলীয় বৈঠকে তুলে ধরবে তৃণমূল। যে ইস্যুগুলি তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেও সর্বদলীয় বৈঠকে সুদীপ, ডেরেক সরব হবেন বলে সূত্রের খবর।

নয়াদিল্লি: দুই দলই ইন্ডিয়া জোটের শরিক। কিন্তু, তাদের মধ্যে যে দূরত্ব বাড়ছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার সংসদে বাজেট অধিবেশনে কংগ্রেসের সঙ্গ দূরত্ব বজায় রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর সংসদের ঘরে যে বৈঠক ডেকেছেন, সেখানে যোগ দেবে না বাংলার শাসকদল।
৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। খাড়্গের বৈঠকে যোগ না দিলেও সর্বদলীয় বৈঠকে যোগ দেবে তৃণমূল। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন বৈঠকে যোগ দেবেন।
সূত্রের খবর, নিজেদের ইস্যু সর্বদলীয় বৈঠকে তুলে ধরবে তৃণমূল। যে ইস্যুগুলি তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেও সর্বদলীয় বৈঠকে সুদীপ, ডেরেক সরব হবেন বলে সূত্রের খবর।
রাজনীতির কারবারিরা বলছেন, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব যে বাড়ছে, তার আরও একটা কারণ দিল্লি বিধানসভা নির্বাচনে বাংলার শাসকদলের আপকে সমর্থন। ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টিকে দিল্লির ভোটে সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আপের পক্ষে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসোদিয়া এবং অতিশীর হয়ে ১ ও ২ ফেব্রুয়ারি প্রচার করবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।

