AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: কেন ইউসুফকে যেতে দিল না তৃণমূল, খোলসা করলেন অভিষেক

Operation Sindoor: ৭ সদস্য সর্বদলীয় প্রতিনিধির নেতৃত্বেই সাংসদরা বিভিন্ন দেশে যাবেন। কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলে, বিজেপির রবি শঙ্কর প্রসাদ সহ একাধিক সাংসদরা এই প্রতিনিধি দলের সদস্য। তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল।

TMC: কেন ইউসুফকে যেতে দিল না তৃণমূল, খোলসা করলেন অভিষেক
ইউসুফ পাঠান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 19, 2025 | 2:02 PM

নয়া দিল্লি: শেষ মুহূর্ত মত বদল। কেন্দ্রের প্রতিনিধি  দলে থাকবে না তৃণমূল কংগ্রেস। শনিবারই জানা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফে ইউসুফ পাঠানকে পাঠানো হচ্ছে। কিন্তু রাত পার হতেই খেলা ঘুরে গেল। তৃণমূল কংগ্রেস তাঁর প্রতিনিধির নাম প্রত্য়াহার করে নিল।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতেই বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। ৭ সাংসদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের ৪২ সদস্য বিভিন্ন দেশে যাবেন। কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলে, বিজেপির রবি শঙ্কর প্রসাদ সহ একাধিক সাংসদরা এই প্রতিনিধি দলের সদস্য। তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল। কেন্দ্র তাতে সম্মতিও জানিয়েছিল।

গতকাল, রবিবারই বিদেশমন্ত্রক ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তৃণমূল সাংসদের পাসপোর্ট চেয়ে পাঠিয়েছিল তাঁর সফরের ব্যবস্থা করার জন্য। তবে এখন জানা যাচ্ছে, কেন্দ্রের এই প্রতিনিধি দলে তৃণমূলের কেউ থাকবে না। কেন হঠাৎ সিদ্ধান্ত বদল করা হল, সে বিষয়ে কেন্দ্রকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “আমরা সম্পূর্ণ ভাবে দেশ এবং জাতীয় স্বার্থের পক্ষে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি কেন্দ্রের কাজ। সেটা তারাই করুক।”

এ দিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, “আমি জানি না এটা কোথা থেকে আপনারা জেনেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।  পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই। কিন্তু দৌত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত। এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে পাঁচ জনের নাম আমরা দেব। কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।”

সূত্রের খবর, দলীয় নেত্রীর সঙ্গে কথা না বলে, সরাসরি তৃণমূল সাংসদকে ফোন করে তাঁর পাসপোর্ট চাওয়া দলের শৃঙ্খলার বিরুদ্ধে।

শুধু তৃণমূল নয়, শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরও ক্ষুণ্ণ। প্রিয়ঙ্কা চতুর্বেদীকে যে প্রতিনিধি দলে রাখা হয়েছে, সে বিষয়ে দলের নেতা উদ্ধব ঠাকরে-কে জানানো হয়নি। এই বিষয়ে সঞ্জয় রাউত বলেন, “বরযাত্রী পাঠানোর এত তাড়াহুড়ো কেন?”