Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tomao Price: ১৫ অগস্ট থেকেই ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে টম্যাটো, ঘোষণা কেন্দ্রের

Tomato price decrease: প্রায় মাস দুয়েক ধরে টম্যাটোর এই মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এবার টম্যাটোর দামে রাশ টানতে আসরে নামল কেন্দ্র। ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে টম্যাটো।

Tomao Price: ১৫ অগস্ট থেকেই ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে টম্যাটো, ঘোষণা কেন্দ্রের
গৃহস্থের নাগালে আসছে টম্যাটো।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 7:46 PM

নয়া দিল্লি: সোনার দরে বিকোচ্ছে টম্যাটো! কোথাও ৮০-৯০ টাকা কেজি তো কোথাও ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টম্যাটো (Tomato)। প্রায় মাস দুয়েক ধরে টম্যাটোর এই মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এবার টম্যাটোর দামে রাশ টানতে আসরে নামল কেন্দ্র। ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে টম্যাটো। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকেই পাইকারী বাজারে টম্যাটো (Tomato price) ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। সোমবার কেন্দ্রের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

টম্যাটোর দামে রাশ টানতে সোমবার ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED)-কে পাইকারী বাজারে টম্যাটো ৫০ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। টম্যাটোর দাম কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর।

NCCF ও NAFED আপাতত দিল্লি-এনসিআর, রাজস্থানের জয়পুর এবং কোটা, উত্তরপ্রদেশের লখনউ, কানপুর, বারাণসী ও প্রয়াগরাজ এবং বহারের পাটনা, মুজফফরপুর, আরাহ ও বক্সারে টম্যাটো বিক্রি করবে। ইতিমধ্যে NCCF দিল্লির ৭০টি স্থানে এবং নয়ডা ও গ্রেটার নয়ডার ১৫টি স্থানে টম্যাটো বিক্রির জন্য মোবাইল দোকান খুলেছে।

NCCF ও NAFED অবশ্য টম্যাটোর দাম কমানোর ব্যাপারে আগেই উদ্যোগ নিয়েছিল। দেশের অনেক পাইকারি বাজারেই টম্যাটোর কেজি প্রতি দাম ৯০ টাকা, পরে দাম আরও কমিয়ে ৮০ টাকা কেজি করেছিল। এরপর ২০ জুলাই থেকে টম্যাটোর দাম আরও কমিয়ে ৭০ টাকা করে। টম্যাটোর দাম আরও কমাতে NCCF ও NAFED ইতিমধ্যে অন্ধপ্রদেশ, কর্নাটক ও মহারাষ্ট্রের পাইকারি বাজার থেকে টম্যাটো সংগ্রহ করেছে। এই দুই সংস্থা যৌথভাবে ১৩ অগস্ট পর্যন্ত ১৫ লক্ষ কেজি টম্যাটো সংগ্রহ করেছে।