Tripura Municipal Election 2021 Results: আগরতলায় ৫১-তে ৫১ , ৩৩৪ ওয়ার্ডের ৩২৯ -এ ফুটল পদ্ম
Tripura Municipal Election 2021 Results: নির্বাচন কেন্দ্র করে যাতে রাজ্যে অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য ত্রি-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আজ ত্রিপুরায় পুরভোটের ফলঘোষণা। আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন হয়েছে। এরমধ্যে ১১২টি আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। হাইভোল্টেজ এই নির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণ কেন্দ্র করেই ছড়িয়েছিল উত্তেজনা। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কেন্দ্র করে যাতে রাজ্যে অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য ত্রি-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
এক নজরে ত্রিপুরা পুর ভোটের ফলাফল…
পুর পরিষদের ফলাফল:
১) ধর্ম নগর পুর পরিষদ- ২৫ টি আসন, বিজেপি- ২৫
২) কৈলাসাহড় পুর পরিষদ- ১৭টি আসন, বিজেপি-১৬, সিপিএম-১
৩) কুমারঘাট পুর পরিষদ-১৫টি আসন, বিজেপি- ১৫
৪) আমবাসা পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি ১২, তৃণমূল- ১, সিপিএম- ১, অন্যান্য- ১
৫) খোওয়াই পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি-১৫
৬) তেলিয়ামুড়া পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি- ১৫
৭) রানির বাজার পুর পরিষদ- ১৩টি আসন, বিজেপি-১৩
৮) মোহনপুর পুর পরিষদ – ১৫টি আসন, বিজেপি-১৫
৯) বিশালগড় পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি-১৫
১০) মেলাঘর- ১৩টি আসন, বিজেপি- ১৩
১১) উদয়পুর পুর পরিষদ – ২৩টি আসন, বিজেপি-১৩
১২) শান্তিবাজার পুর পরিষদ -১৫, বিজেপি- ১৫
১৩) বেলোনিয়া পুর পরিষদ- ১৭টি আসন, বিজেপি ১৬ টি আসন, সিপিএম-১
পুর পরিষদ: বিজেপি- ২১৭, সিপিএম- ৩, তৃণমূল-১, অন্যান্য-১
নগর পঞ্চায়েত ভোটের ফলাফল:
১) পানিসাগর নগর পঞ্চায়েত- ১৩, বিজেপি ১২, সিপিএম -১
২) কামালপুর নগর পঞ্চায়েত- ১১, বিজেপি-১১
৩) জিরানিয়া নগর পঞ্চায়েত- ১১, বিজেপি-১১
৪) সোনামুড়া নগর পঞ্চায়েত -১৩, বিজেপি ১৩
৫) অমরপুর নগর পঞ্চায়েত- ১৩, বিজেপি ১৩
৬) সাবরুম নগর পঞ্চায়েত- ৯, বিজেপি ৯ টা
মোট ৩৩৪ ওয়ার্ডে একটি পুর নিগম, ১৩ টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট হয়েছে ত্রিপুরায়। ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে। সব মিলিয়ে বিজেপি পেয়েছে ৩২৯ টি আসন। ৩টি আসন পেয়েছে বামেরা। একটি করে আসন পেয়েছে তৃণমূল ও তিপ্রা মাথা।
-
আগরতলায় ৫১-তে ৫১ , ৩৩৪ ওয়ার্ডের ৩২৯ -এ ফুটল পদ্ম
মোট ৩৩৪ ওয়ার্ডে ভোট হয়েছিল। একটি পুর নিগম, ১৩ টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতের ভোট হয়েছে ত্রিপুরায়। ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে। সব মিলিয়ে বিজেপি পেয়েছে ৩২৯ টি আসন। ৩টি আসন পেয়েছে বামেরা। একটি করে আসন পেয়েছে তৃণমূল ও তিপ্রা মাথা।
-
-
‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে’ ত্রিপুরায় খাতা খুলে হুঙ্কার অভিষেকের
ত্রিপুরা (Tripura) পুরভোটের ফলপ্রকাশের পর দেখা গেল মাত্র একটি আসন পেয়েছে তৃণমূল (TMC)। কার্যত গেরুয়া ঝড়ে ফিকে ঘাসফুল থেকে সিপিএম। যদিও ফলপ্রকাশের অব্যবহিত পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক টুইটারে হুঁশিয়ারি, ‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে’।
-
‘বারবার ত্রিপুরাবাসীকে আক্রমণ! যোগ্য জবাব দিয়েছে ত্রিপুরাবাসী,’ মন্তব্য় বিপ্লব দেবের
ত্রিপুরা ভোটবাক্স গেরুয়াময়। আগরতলা কর্পোরেশনও হাতছাড়া হয়েছে সিপিএমের। তাছাড়া ১৩ পুরসভা, ৬ নগর পঞ্চায়েতই বিজেপির দখলে। আর এই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বললেন, বারবার ত্রিপুরার মানুষকে আক্রমণ করা, আজই তারই জবাব দিয়েছে ত্রিপুরাবাসী। তিনি যোগ করেন, “সমস্ত ত্রিপুরাবাসীর এই জিৎ। আর যারা ত্রিপুরাবাসীকে লাগাতার অপমান করেছেন, তাঁদের যোগ্য জবাব দিয়েছে ত্রিপুরা।”
-
আগরতলায় কোন আসনে কে জিতলেন?
আগরতলা পুর নিগমে বিজেপির জয়ী প্রার্থীরা- ১ নম্বর ওয়ার্ডে মিত্রা রানি দাস মজুমদার, ২ নম্বর ওয়ার্ড শর্মিষ্ঠা বর্ধন, ৩ নম্বর ওয়ার্ডে জগদীশ দাস, ৪ নম্বর ওয়ার্ডে সুপর্ণা দেবনাথ, ৫ নম্বর ওয়ার্ডে লতা নাথ, ৬ নম্বর ওয়ার্ডে মিঠুন দাস বৈষ্ণব জয় হাশিল করেছেন।
আগরতলার ৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন জয়া ধানুক, ৮ নম্বর ওয়ার্ড শম্পা সেন সরকার, ৯ নম্বর ওয়ার্ডে উত্তম কুমার ঘোষ, ১০ নম্বর ওয়ার্ডে সোমা মজুমদার, ১১ নম্বর ওয়ার্ডে হিরালাল দেবনাথ, ১২ নম্বর ওয়ার্ডে শান্তনা সাহা, ১৩ নম্বর ওয়ার্ডে প্রদীপ চন্দ, ১৪ নম্বর ওয়ার্ডে স্নিগ্ধা দাস দেব।
১৫ নম্বর ওয়ার্ডে নিবাস দাস, ১৬ নম্বর ওয়ার্ডে দীপক মজুমদার, ১৭ নম্বর ওয়ার্ড শিখা ব্যানার্জী, ১৮ নম্বর ওয়ার্ড অভিষেক দত্ত, ১৯ নম্বর ওয়ার্ডে ভাস্বতী দেববর্মা, ২০ নম্বর ওয়ার্ডে রত্না দত্ত, ২১ নম্বর ওয়ার্ডে অলক ভট্টাচার্য, ২২ নম্বর ওয়ার্ডে হিমানী দেববর্মা, ২৩ নম্বর ওয়ার্ডে মণিমুক্তা ভট্টাচার্য, ২৪ নম্বর ওয়ার্ড সুখময় সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সীমা দেবনাথ।
২৬ নম্বর ওয়ার্ড শিল্পী দেওয়ান দাস, ২৭ নম্বর ওয়ার্ড সুভাষ ভৌমিক, ২৮ নম্বর ওয়ার্ড নন্দ দুলাল দেবনাথ, ২৯ নম্বর ওয়ার্ড রুমা দাস, ৩০ নম্বর ওয়ার্ড পিন্টু রঞ্জন দাস, ৩১ নম্বর ওয়ার্ড অঞ্জনা দাস, ৩২ নম্বর ওয়ার্ড শিল্পী সেন, ৩৩ নম্বর ওয়ার্ড অভিজিৎ মল্লিক, ৩৪ নম্বর ওয়ার্ড জাহ্নভী দাস চৌধুরী, ৩৫ নম্বর ওয়ার্ড তুষার কান্তি ভট্টাচার্যী, ৩৬ নম্বর ওয়ার্ড নিতু গুহ দাস, ৩৭ নম্বর ওয়ার্ড বাপী দাস, ৩৮ নম্বর ওয়ার্ড অঞ্জনা দাস। ৩৯ নম্বর ওয়ার্ড অলক রায়, ৪০ নম্বর ওয়ার্ড শম্পা সরকার চৌধুরী, ৪১ নম্বর ওয়ার্ড অভিজিৎ ঘোষ, ৪২ নম্বর ওয়ার্ড সাথী রুদ্রপাল, ৪৩ নম্বর ওয়ার্ড মনিকা দাস দত্ত, ৪৪ নম্বর ওয়ার্ড উদয় ভাস্কর চক্রবর্তী, ৪৫ নম্বর ওয়ার্ড অপু আঢ্য, ৪৬ নম্বর ওয়ার্ড প্রসেনজিত লোধ।
৪৭ নম্বর ওয়ার্ড মিনা সরকার, ৪৮ নম্বর ওয়ার্ড সবিতা কর, ৪৯ নম্বর ওয়ার্ড হরি সাধন দেবনাথ, ৫০ নম্বর ওয়ার্ড রিঙ্কি দাস ভৌমিক, ৫১ নম্বর ওয়ার্ডে সুশান্ত চন্দ্র ভৌমিক জয় ছিনিয়ে নিয়েছেন।
(৫১-র ৫১ আসনে জয়ী হয়েছে বিজেপি)
-
-
আগরতলায় ৫১-তে ৫১ বিজেপি, সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে তৃণমূল
পুর ভোটে আগরতলাই তাদের লক্ষ্য ছিল বলে জানিয়েছিল তৃণমূল। তবে ফলাফলে তৃণমূলকে পিছনে ফেলে বহু এগিয়ে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগরতলা পুর ভোটে ৫১-র ৫১ আসনেই জয়লাভ করেছে বিজেপি। তবে ভোট শতাংশের বিচারে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল।
-
পুর পরিষদে বিজেপি পেল ১০২ আসন, সিপিএম -১, তৃণমূল-১
শেষ খবর পাওয়া পর্যন্ত পুর পরিষদে বিজেপি পেয়েছে ১০২টি আসন, সিপিএম- ৩, তৃণমূল-১ এবং অন্যান্যরা পেয়েছে-১টি আসন
-
বিলোনিয়ায় উঠল গেরুয়া ঝড়
বেলা গড়াতেই প্রকাশিত হচ্ছে প্রতিটি আসনে ভোটের ফলাফল। বিলোনিয়ার প্রতিটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। জয়ী প্রার্থীদের ভোটের ব্যবধান হল-
১. কবিতা রানি দাস সরকার ৩৯৭ ভোটে জয়ী।
২. ২৬৪ ভোটে জয়ী মুকুল সরকার।
৩. জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ধ্রুব প্রসাদ মজুমদারও।
৪. ১৬১টি ভোটে জয়ী হয়েছেন শিখা নাথ।
৫. ৩৭৬ ভোটে জয়ী রঞ্জিতা দাস বৈদ্য।
৬. ৩৩২ ভোটে জয়ী হয়েছেন বাবুল ভৌমিক।
৭. ৩২৪ ভোটে জয়লাভ করেছেন প্রার্থী রিনা দাস।
৮. ২৫২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অনুপম চক্রবর্তী।
৯. ১৯৩ ভোটে জয়ী হয়েছেন প্রার্থী স্বপ্না চৌধুরী।
১০. ২৫১ ভোটে জয়ী হয়েছেন মৃণাল দত্ত গুপ্ত।
১১. ৩৫৪ ভোটে জয়ী হয়েছেন প্রার্থী চম্পা পাল।
১২. ৩১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন নিখিল চন্দ্র গোপ।
১৩. ২৬৬ আসনে জয়ী হয়েছেন দীপা পাল মজুমদার।
১৪. ৩৮৮ আসনে জয়ী প্রার্থী বিশ্বনাথ দাস।
১৫. ১৫৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন স্বপ্না চৌধুরী ভট্টাচার্য।
১৬. ৪৯২ ভোটে জয়ী হয়েছেন সুশংকর ভৌমিক।
১৭. ৩৮৩ ভোটে জয়ী হয়েছেন মিঠুন দাস।
-
গেরুয়া ঝড় সাব্রুম, কুমারঘাট পুরনিগমেও
কৈলাশনগরে বিজেপি ১৬টি আসনে জয়ী হয়েছে, একটি আসনে জয়লাভ করেছে সিপিআইএম। বেলোনিয়াতে ১৭টি আসনের মধ্য়ে ১৬টি আসনেই জয়লাভ করেছে বিজেপি, বাকি একটি আসনে এখনও গণনা চলছে। সাব্রুম নগর পঞ্চায়েতে বিজেপি ৯টি আসনেই জয়লাভ করেছে। কুমারঘাট পুরনিগমেও ১৫টি আসনেই জয়লাভ করেছে শাসক দল।
-
আগরতলা পুরসভার ৫১টির মধ্যে ২২টি আসনই বিজেপির দখলে
ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ শাসক দলই। আগরতলা পুরসভার ৫১টি আসনের মধ্যে ২২টিই রইল বিজেপির দখলে। এদিকে পৈর নিগমেও দারুণ ফল পদ্ম শিবিরের। খোয়াই পৌর নিগমের ১৫টি আসনেই জয়ী বিজেপি। মেলাঘর পৌরনিগমের ১৩টি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের নির্বাচনেও ১৩টি আসনেই জয়ী হয়েছে বিজেপি।
-
দখলে আগরতলা কর্পোরেশন, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি
বিজেপির দখলে আগরতলা কর্পোরেশন। ২৬ টি ওয়ার্ডেই জয়ী বিজেপি প্রার্থীরা। দ্বিতীয় স্থান নিয়ে সিপিআইএম-তৃণমূল জোর টক্কর। ১২ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল, ১২ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে সিপিআইএম।
-
আরও ২টি আসনে জয়ী বিজেপি
ঝোড়ো ইনিংস চালাচ্ছে পদ্মশিবির। আগরতলা পুরভোটে ৩৩৪টি আসনের মধ্যে ১৭৯টি আসনেই জয়ী হল বিজেপির। আমবাসা পুর পরিষদও বিজেপির দখলেই রয়েছে। তবে একটি আসনে জয়ী হয়েছে তৃণমূল।
-
ত্রিপুরা পুর ভোটে নজরকাড়া উত্থান তৃণমূলের
আগরতলা পুর নিগমের ২০টি আসনের ফলাফল ঘোষিত । ১২ টি আসনেই দ্বিতীয় স্থানে তৃণমূল । জিতেছে বিজেপি
-
বড় ব্যবধানে জয়ের পথে বিজেপি
ত্রিপুরা পুর নির্বাচনে নাস্তানবুঁদ বিরোধীর। ১৭৪ টি আসনে জয়ী বিজেপি প্রার্থীরা। তৃণমূল ও সিপিআইএম ১ টি করে আসনে জয়ী।
-
আগরতলা কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক ফল
৫ নম্বর ওয়ার্ড বিজেপি- ২৫৮৫ ভোট, তৃণমূল- ১৫৬২ ভোট, সিপিআইএম- ১৭৭২ ভোট। জয়ী বিজেপি।
৬ নম্বর ওয়ার্ড বিজেপি- ৩০১০ ভোট, তৃণমূল- ১৫৩৭ ভোট, সিপিআইএম- ১৫৩৭ ভোট।
২৩ নম্বর ওয়ার্ড বিজেপি- ২৬৩২ ভোট, তৃণমূল- ১৪৯৪ ভোট, সিপিআইএম- ১৪২৭ ভোট। ১৪৮৩ ভোটে জয়ী বিজেপি প্রার্থী মনিমুক্তা ব্যানার্জি মজুমদার।
৩৯ নম্বর ওয়ার্ড বিজেপি- ৩৩১১ ভোট, তৃণমূল- ৬৯৩ ভোট, আরএসপি- ১১০২ ভোট।
-
সাব্রুম নগর পঞ্চায়েতে ‘ওয়াইট ওয়াশ’, বিরোধীরা শূন্য
সাব্রুম নগর পঞ্চায়েতে সব কটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। বিরোধীরা পেলনা একটিও আসন
-
নগর পঞ্চায়েতেও এগিয়ে বিজেপি
৬ টির নগর পঞ্চায়েতের মধ্যে ৩ টিই বিজেপির দখলে।
-
১৬২টি আসনই দখল বিজেপির, খাতা খুলল তৃণমূল
ভোট গণনা শুরুর দুই ঘণ্টার মধ্যেই অনেকটা এগিয়ে গেল শাসক দল। শেষ খবর পাওয়া অবধি, পুরভোটে ৩৩৪টি আসনের মধ্যে ১৬২টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। এদিকে, খাতা খুলতে পেরেছে তৃণমূলও। এখনও অবধি তারা একটি আসনে জয়ী হয়েছে বলে জানা গিয়েছে। একটি আসনে জয়ী হয়েছে সিপিএমও।
-
ত্রিপুরাতে ‘পদ্মঝড়’, খরকুটোর মতো উড়ে গেল বিরোধীরা
৩৩৪ আসনের মধ্যে ১৬৪ টি আসনে জয়ী বিজেপি। আমবাসা পুর পরিষদে বিজেপি ১২, তৃণমূল ১ ও সিপিআইএম ১ আসনে জয়ী।
-
আগরতলা পুরসভার অধিকাংশ আসনেই এগিয়ে বিজেপি
আগরতলার ৫১টি ওয়ার্ডের নির্বাচনে পাল্লা ভারি বিজেপির। অধিকাংশ আসনেই তারা এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এখনও অবধি ১,২, ১৮, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি জয়ী হয়েছে বলে জানা গিয়েছে। আগরতলা নগর নিগম নির্বাচনে এখন পর্যন্ত বিজেপি ৭টি আসনে , তৃণমূল ৪টি ও সিপিএম ৪টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
-
ক্রমেই বেড়ে চলেছে বিজেপি আসন সংখ্যা
বেলা যত গড়াচ্ছে, ততই বাড়ছে বিজেপি আসন সংখ্যা। ৩৩৪ টি ওয়ার্ডের মধ্যে ১১৯ টি ওয়ার্ডেই জয়ী বিজেপি।
-
আগরতলা কর্পোরেশনেও এগিয়ে বিজেপি
প্রকাশিত হচ্ছে ফলাফল। আগরতলা কর্পোরেশনে ৭ টি ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থীরা।
-
বাড়ল বিজেপির আসন সংখ্যা
নিমেষে ব্যবধানে আসন সংখ্যা বাড়াল বিজেপি। ১১৬ টি আসন থেকে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল ১১৭। এখনও খাতা খুলতে পারেনি তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল গুলি।
-
গণনার শুরুতেই অনেক এগিয়ে বিজেপি
ইতিমধ্যে ১১৬ টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোট গণনা শুরু হলেও এখনও সেইভাবে দাগ কাটতে ব্যর্থ বামেরা।
-
আরও দুই আসনে জয়ী বিজেপি
ভোট গণনার শুরুতেই এগিয়ে গেল শাসক দল বিজেপি। আগরতলার ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিষেক দত্ত। মোট ৬৫৪ ভোটে তিনি জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আরও একটি আসনে বিজেপিই জয়ী হয়েছে বলে জানা গিয়েছে।
-
১১২ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি
ত্রিপুরা পুরভোটের মোট ৩৩৪টি আসনের প্রতিটিতেই প্রার্থী দিয়েছিল শীসক দল বিজেপি। কিন্তু ১১২টি আসনে বিরোধী দলগুলি কোনও প্রার্থী দিতে না পারায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।
-
প্রতিটি বুথে মোতায়েন ত্রী-স্তরীয় নিরাপত্তা
এদিন সকাল আটটা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলও মোতায়েন রয়েছে।
Published On - Nov 28,2021 9:19 AM