LS Election Exit Poll Results 2024: তামিলভূমে চমকে দেওয়া ফল, খাতা খুলবে বিজেপি?
LS Election Exit Poll Results 2024: তামিলনাড়ুতে লড়াইটা সীমাবদ্ধ ছিল ডিএমকে বনাম এআইএডিএমকে-র মধ্যেই। ২০১৯ সালেও ছবিটা একইরকম ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, এআইএডিএমকে আর নেই এনডিএ-তে। এই অবস্থায় তামিল ভূমে বিজেপির ভোট বাড়বে বলেই আভাস দিয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু, ফলাফল চমকে দিতে পারে সকলকে।
চেন্নাই: দক্ষিণ ভারতে এতদিন বিজেপির ঘাঁটি বলতে পরিচিত ছিল কর্নাটক। তামিলনাড়ুতে লড়াইটা সীমাবদ্ধ ছিল ডিএমকে বনাম এআইএডিএমকে-র মধ্যেই। ২০১৯ সালেও ছবিটা একইরকম ছিল। বস্তুত, রাজ্যের ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতেই জয়ী হয়েছিল ডিএমকে, কংগ্রেস এবং বামেদের জোট। অন্যদিকে, এনডিএ-র হয়ে একমাত্র আসনটি জিতেছিল এআইএডিএমকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, এআইএডিএমকে আর নেই এনডিএ-তে। এই অবস্থায় তামিল ভূমে বিজেপির ভোট বাড়বে বলেই আভাস দিয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে, TV9 ও পোলস্ট্যাটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে চমকে দেওয়া ফল পেতে পারে বিজেপি।
* বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।
TV9, পোলস্ট্র্যাটের ও পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা বলছে, তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট পেতে চলেছে ৩৫টি আসন। এর মধ্যে সিপিআই পেতে পারে ২টি আসন, সিপিএম পেতে পারে ২টি আসন, ১টি আসন পেতে পারে এমডিএমকে, ১টি আসন পেতে পারে ভিসিকে এবং বাকিগুলি পেতে পারে ডিএমকে।
অন্যদিকে, তামিলনাড়ু থেকে ৪টি আসনে জিততে পারে এনডিএ। খাতা খুলতে পারে বিজেপি। বিজেপি পেতে পারে ২টি আসন। এছাড়া, ১টি করে আসন পেতে পারে ওপিএস এবং পিএমকে। অর্থাৎ, এআইএডিএমকে এবার তামিলনাড়ুতে একটিও আসন নাও পেতে পারে।
এবারের নির্বাচনে তামিলনাড়ুতে প্রচারে বিশেষ জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি, প্রচার পর্ব শেষ হওয়ার পরও তিনি তামিলনাড়ির কন্যাকুমারীতে গিয়েই ৪৫ ঘণ্টা টানা ধ্যান করেছেন।