AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: মাইক্রোন টেকনোলজিতে নিখুঁত কাজ করছে ভারতীয় যুবক-যুবতীরা: অশ্বিনী বৈষ্ণব

Micron tecgnology: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে দেশীয় উৎপাদনের উপর জোর দেন এবং 'আত্মনির্ভরশীল ভারত' গড়ে তোলার আহ্বান জানান। আবার দেশের প্রযুক্তিক্ষেত্রে জোয়ার আনতে এবং অর্থনীতিকে বিশ্বের মধ্যে শীর্ষ সারিতে নিয়ে আসতে মাইক্রো চিপ থেকে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের উপর বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Ashwini Vaishnaw: মাইক্রোন টেকনোলজিতে নিখুঁত কাজ করছে ভারতীয় যুবক-যুবতীরা: অশ্বিনী বৈষ্ণব
কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাইল ছবি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 6:53 PM
Share

নয়া দিল্লি: ভারত কেবল বিভিন্ন সামগ্রীর সমন্বয় সাধন করে না, বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জামের মধ্যে সমন্বয় করে নিখুঁতভাবে জটিল উৎপাদনও করছে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এপ্রসঙ্গে একইসঙ্গে একাধিক মাইক্রোন চিপ সমন্বিত আয়রন ব্লকের উদাহরণ তুলে ধরে কংগ্রেস নেতা পি চিদম্বরম এবং আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকেও একহাত নিয়েছেন তিনি (Ashwini Vaishnaw)।

দেশজ উৎপাদনের বদলে ভারত কেবল বৈদ্যুতিন সামগ্রীর সমন্বয় করে বলে সম্প্রতি তোপ দেগেছিল কংগ্রেস। সেই প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “চিদম্বরম আর রঘুরাম রাজনের উৎপাদন আর সমন্বয়ের মধ্যে পার্থক্য বোঝা উচিত।” দেশ যে মাইক্রোন প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে, তার উদাহরণস্বরূপ একাধিক চিপ সমন্বিত ছোট একটি আয়রন ব্লকের উদাহরণও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “যে মেশিনে মোবাইল কেসিংয়ের ম্যানুফ্যাকচারিং হয়, ওই মেশিনেই আয়রনের স্টিলের ব্লক তৈরি হয়। এটি উপর থেকে দেখলে মনে হবে, এই ব্লকের ভিতরে একটি বা দুটি শিট রয়েছে। কিন্তু, একটি বা দুটি নয়, চারটি শিট রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী জানান, কীভাবে চতুর্ভুজাকৃতি ছোট্ট ওই ব্লকটি উপর থেকে সম্পূর্ণ জোড়া মনে হলেও সেটি খোলা যায় এবং দুটি ভাগ হয়। সেখানে চারটি শিট রয়েছে। তার ভিতরে ক্ষুদ্র-ক্ষুদ্র চিপ লাগানোর ব্যবস্থা রয়েছে। তারপর সেই ব্লকটি আরও খানিকটা খোলা যায় এবং L -এর মতো দেখতে লাগে। তার ভিতরেও চিপ বসানোর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মাইক্রোন টেকনোলজির অন্যতম উদাহরণ এটি।আমাদের দেশের যুবক-যুবতীরাই এই কাজ করছে এবং এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে দেশীয় উৎপাদনের উপর জোর দেন এবং ‘আত্মনির্ভরশীল ভারত’ গড়ে তোলার আহ্বান জানান। আবার দেশের প্রযুক্তিক্ষেত্রে জোয়ার আনতে এবং অর্থনীতিকে বিশ্বের মধ্যে শীর্ষ সারিতে নিয়ে আসতে মাইক্রো চিপ থেকে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের উপর বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।