নয়া দিল্লি: সময় বদলেছে, সেই সঙ্গে বদলেছে সাধারণ মানুষের জীবনধারাও। তবে একটা জিনিস এখনও একই রয়ে গিয়েছে, তা হল ভারতীয়দের ক্রিকেট উন্মাদনা। রবিবার ছিল আইসিসি বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ইডেনে হওয়া এই ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর যারা টিকিট পাননি বা ইডেনে খেলা দেখতে আসতে পারেননি, তাঁরা টিভি বা অনলাইনে মোবাইলেই খেলা দেখেছেন। ইন্টারনেটের যুগে খেলা দেখার ধরনও যে বদলে গিয়েছে, তার প্রমাণ দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রবিবার দক্ষিণ আফ্রিকাকে কার্যত দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে কেন্দ্রীয় মন্ত্রী একটি পোস্ট করেন, তাতে দেখা যায়, ডিজনি হটস্টার প্লাস প্ল্যাটফর্মে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করছেন, সেই মুহূর্তে খেলা দেখছিলেন ৪.৪ কোটি মানুষ।
কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “ইন্টারনেটের সুবিধা ও সহজলভ্য ডেটা ভারতের ডিজিটাল চিত্র বদলে দিয়েছে। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। আমার মনে আছে, সেই সময় টিভির শোরুমের বাইরে সবাই ভিড় জমাত ভারতের খেলা দেখার জন্য। এখন দেখার অভ্যাস বদলেছে। সবাই এখন মোবাইল ফোনে অনলাইনে খেলা দেখেন। আজ যখন বিরাট কোহলি সেঞ্চুরি করছিলেন, তখন ৪.৪ কোটি মানুষ খেলা দেখছিলেন। এটাই ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডিজিটাল ভারতের স্বপ্ন ছিল ডিজিটালি বিভক্ত বিশ্বকে যুক্ত করার। আমরা দল হিসাবে জয়ী হয়েছি। টিম ইন্ডিয়া, টিম ডিজিটাল ইন্ডিয়া।”