AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi Remarks: ‘লড়াই বিজেপির বিরুদ্ধে নাকি ভারতের বিরুদ্ধে? স্পষ্ট করুন’, রাহুলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

Dharmendra Pradhan: কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'যদি (রাহুল গান্ধীদের) লড়াই বিজেপির বিরুদ্ধে হয় তাহলে দেশের মধ্যে বিভিন্ন মঞ্চে অবশ্যই লড়াই করুন। কিন্তু দেশের বাইরে বার বার দেশকে অপমান করা বন্ধ করা হোক।'

Rahul Gandhi Remarks: 'লড়াই বিজেপির বিরুদ্ধে নাকি ভারতের বিরুদ্ধে? স্পষ্ট করুন', রাহুলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর
রাহুলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 7:37 PM
Share

নয়া দিল্লি: মার্কিন মুলুকে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) যে মন্তব্য করেছেন, তা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে। কেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করা হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। এবার রাহুলকে কড়া ভাষায় বিঁধলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। টুইটারে রাহুল তথা কংগ্রেসের উদ্দেশে তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, ‘ রাহুল গান্ধী ও কংগ্রেস স্পষ্ট করে জানাক, তাদের লড়াই কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে নাকি ভারতের বিরুদ্ধে?’ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘যদি (রাহুল গান্ধীদের) লড়াই বিজেপির বিরুদ্ধে হয় তাহলে দেশের মধ্যে বিভিন্ন মঞ্চে অবশ্যই লড়াই করুন। কিন্তু দেশের বাইরে বার বার দেশকে অপমান করা বন্ধ করা হোক।’ রাহুল গান্ধী যাতে তাঁর মন্তব্যের জন্যে দেশবাসীর কাছে ক্ষমা চান, সেই দাবিও তুলেছেন ধর্মেন্দ্র প্রধান।

রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য যে মোটেই হালকাভাবে নিচ্ছে না বিজেপি তথা কেন্দ্রীয় সরকার, তা বার বার টুইটারে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। টুইটারে রাহুলকে একহাত নিয়ে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, ‘দেশের বাইরে দেশকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে। যখনই তিনি বিদেশে গিয়েছেন, প্রত্যেকবার দেশের গণতন্ত্রকে খাটো করে দেখিয়ে বক্তব্য পেশ করেছেন। আজকের দিনে, যখন গোটা বিশ্বে ভারতের গরিমা নতুন শিখর স্পর্শ করছে, যখন গোটা বিশ্ব ভারতকে নিয়ে নতুন করে আশা দেখছে, তখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ছোট করে রাহুল গান্ধীর এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

উল্লেখ্য, বর্তমানে মার্কিন মুলুকে গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে তিনটি শহরে যাওয়ার কথা তাঁর। কিন্তু সেই সফরকালে রাহুল গান্ধীর মুখে যে ধরনের মন্তব্য উঠে এসেছে, তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল মার্কিন মুলুকে দাঁড়িয়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। বেকারত্ব থেকে শুরু করে মূল্যবৃদ্ধি… একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল দাবি করেছেন, তিনি ২০০৪ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু কখনও তিনি ভাবেননি ‘দেশে এখন যা চলছে তা কখনও দেখতে হবে।’ রাহুলের এইসব মন্তব্য ঘিরেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে।