S Jaishankar: ‘আধুনিক ভারত-আমেরিকার সম্পর্কের স্থপতি’, বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন

India-US Relation: কূটনৈতিক রিচার্ড ভর্মা বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসা করে বলেন, "আমি দীর্ঘদিন ধরে জয়শঙ্করকে চিনি। আধুনিক ভারত-আমেরিকা সম্পর্কের স্থপতি ওঁ। যদি জয়শঙ্করের অসাধারণ নেতৃত্ব না থাকত বিদেশমন্ত্রী হিসাবে, তবে দুই দেশের সম্পর্ক হয়তো আজকের মতো এত মজবুত হত না।"

S Jaishankar: 'আধুনিক ভারত-আমেরিকার সম্পর্কের স্থপতি', বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন
মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 7:34 AM

ওয়াশিংটন: ভারতের বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন। দিনে দিনে আরও গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসা করলেন মার্কিন প্রশাসনের আধিকারিকরা। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিরলসভাবে যে কাজ করে চলেছেন, তার জন্য় প্রশংসা করে তাঁকে ‘আধুনিক ভারত-আমেরিকা সম্পর্কের স্থপতি’ বলেও উল্লেখ করা হল।

আটদিনের মার্কিন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার, সফরের শেষদিনে বিদেশমন্ত্রীর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেন প্রশাসনের একাধিক শীর্ষ কর্তারা। ছিলেন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি, ডেপুটি সেক্রেটারি অব স্টেটস রিচার্ড ভর্মা, অভ্যন্তরীণ নীতি পরামর্শদাতা নীরা তান্দেন, ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির হোয়াইট হাউসের ডিরেক্টর ডঃ রাহুল গুপ্তা ও ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর সেতুরামন পঞ্চনাথন।

কূটনৈতিক রিচার্ড ভর্মা বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসা করে বলেন, “শতাব্দীর অন্যতম সফল দ্বিপাক্ষিক সম্পর্ক এটা। এই নিয়ে দ্বিমত থাকতে পারে না। মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিংয়ের অসাধারণ চিন্তাভাবনা ও একই মূল্যবোধের ধারণার উপরে ভিত্তি করেই দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি দীর্ঘদিন ধরে জয়শঙ্করকে চিনি। আধুনিক ভারত-আমেরিকা সম্পর্কের স্থপতি ওঁ। যদি জয়শঙ্করের অসাধারণ নেতৃত্ব না থাকত বিদেশমন্ত্রী হিসাবে, তবে দুই দেশের সম্পর্ক হয়তো আজকের মতো এত মজবুত হত না।”

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর অবধি বিশেষ মার্কিন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বিশেষ অভিবেশনে অংশ নেন ও বক্তব্য রাখেন। এছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গেও দেখা করেন বিদেশমন্ত্রী।