AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh: ৫ বছরের শিশুকে আছাড় মেরে মেরে খুন! ভিডিয়ো বন্দি ‘সাধু’র নৃশংস আচরণ

Seer thrash child in Mathura: পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম ওমপ্রকাশ, বয়স ৫২ বছর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার, মথুরার গোবর্ধন এলাকায়। মথুরা (গ্রামীণ)-এর পুলিশ সুপার ত্রিগুণ বিসেন জানিয়েছেন, মধ্য প্রদেশের ভিন্দ জেলা থেকে মথুরায় এসেছিলেন ওমপ্রকাশ।

Uttar Pradesh: ৫ বছরের শিশুকে আছাড় মেরে মেরে খুন! ভিডিয়ো বন্দি 'সাধু'র নৃশংস আচরণ
শিশুকে তুলে আছাড় মেরেই গেল 'সাধু'Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 4:06 PM
Share

নয়া দিল্লি: সাধু বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্থিতধী এক ব্যক্তিত্বের ছবি। তবে, গেরুয়া পরলে আর অবিন্যস্ত চুল-দাড়ি রাখলেই তো আর সাধু হওয়া যায় না। সম্প্রতি উত্তর প্রদেশে এক মর্মান্তিক ঘটনায় তার হাতেনাতে প্রমাণ মিলল। রবিবার সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো ক্লিপ। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে তথাকথিত এক সাধুকে, একটি শিশুকে বারবার আছাড় মারতে। আছাড় মেরে মেরে ওই ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ওই সাধুর বিরুদ্ধে। ভিডিয়োটি ভাইরাল হতেই, এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। গ্রেফতার করা হয়েছে, সাধুর বেশে থাকা ওই ব্যক্তিকে।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম ওমপ্রকাশ, বয়স ৫২ বছর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার, মথুরার গোবর্ধন এলাকায়। মথুরা (গ্রামীণ)-এর পুলিশ সুপার ত্রিগুণ বিসেন জানিয়েছেন, মধ্য প্রদেশের ভিন্দ জেলা থেকে মথুরায় এসেছিলেন ওমপ্রকাশ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সপ্তকোসিতে তীর্থ করতে এসেছিল সে। ওই তীর্থের পথেই একটি ছোট দোকান চালান নিহত শিশুটির বাবা।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ৫ বছরের শিশুটির দিকে আচমকাই তেড়ে যায় অভিযুক্ত। শিশুটির পরণে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট। ভিডিয়োতে দেখা যায়, অভিযুক্ত ওমপ্রকাশ তাকে ঘাড়ের উপর তুলে নেয়। তারপর, তা পা-জোড়া ধরে কাপড় কাচার ভঙ্গিতে বারবার মাটিতে আছাড় মারতে থাকে। শিশুটির মাথা মাটির দিকে থাকায়, বারবার তার মাথায় আঘাত লাগে। ইতিমধ্যে, শিশুটিকে বাঁচাতে আশপাশ থেকে বেশ কিছু লোককে ওমপ্রকাশের দিকে ছুটে যেতে দেখা যায়। জানা গিয়েছে, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ওমপ্রকাশকে ধরে বেধড়ক মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়।

তবে, জনতার মারে ওমপ্রকাশ গুরুতর আঘাত পেয়েছে। পুলিশ সুপার ত্রিগুন বিসেন জানিয়েছেন, আশঙ্কা অবস্থায় তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, ঠিক কী কারণে এক ৫ বছরের শিশুর উপর নৃশংস হামলা চালাল সে, তা এখনও অজানা। পুলিশ জানিয়েছে, ওমপ্রকাশের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলেই এই ভয়ঙ্কর ঘটনার পিছনের উদ্দেশ্য পরিষ্কার হবে। শিশুটিকর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে, শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।