Uttarakhand: উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, সুড়ঙ্গ ধসে নিখোঁজ ৩৬ কর্মী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 12, 2023 | 1:29 PM

Uttarkashi tunnel collapse: রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জেলার কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয়েছে, অন্তত ৩৬ জন কর্মী ধসের নীচে আটকে আছেন। কমান্ডার মনিকান্ত মিশ্রর নির্দেশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ইনস্পেক্টর জগদম্বা ভিজলওয়ান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

Uttarakhand: উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, সুড়ঙ্গ ধসে নিখোঁজ ৩৬ কর্মী
উত্তরকাশীর ঘটনায় প্রশ্নের মুখে সবকটি নির্মীয়মাণ সুড়ঙ্গ
Image Credit source: ANI

Follow Us

দেরাদুন: উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ধসে পড়ল একটি সূড়ঙ্গ। সিল্কিয়ারা থেকে দন্দলগাঁও ওই সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায়, সুড়ঙ্গটির শুরুর মুখ থেকে ২০০ মিটার দূরের একটা অংশ ধসে যায়। এর ফলে অন্তত ৩৬ জন কর্মী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন উত্তরকাশির জেলাশাসক এবং পুলিশ সুপার। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের উদ্ধারকারী দল আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা করছে। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে এখনও পর্যন্ত ধসের তলা থেকে কাউকে বের করা যায়নি।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জেলার কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয়েছে, অন্তত ৩৬ জন কর্মী ধসের নীচে আটকে আছেন। কমান্ডার মনিকান্ত মিশ্রর নির্দেশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ইনস্পেক্টর জগদম্বা ভিজলওয়ান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছে তারা।


উত্তরকাশির এসপি অর্পণ যদুবংশী জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর জানানো যাচ্ছে না। তিনি বলেন, “এই নির্মাণ প্রকল্পের দায়িত্বে ছিল এইচআইডিসিএল সংস্থা। তারা জানিয়েছে, তাদের অন্তত ৩৬ জন কর্মী নিখোঁজ। উদ্ধারকাজ চলছে। তাদের নিরাপদে ধসের নীচ থেকে বের করে আনতে সবরকম প্রচেষ্টা করা হচ্ছে। পুলিশ বিভাগ এবং এসডিআরএফ ও এনডিআরএফ-এর দলগুলি একসঙ্গে কাজ করছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আশা করছি, শিগগিরই সকলকে আমরা নিরাপদে উদ্ধার করতে পারব।”


এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত সরকারি কর্তাদের থেকে তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন। সকলকেযাতে নিরাপদে উদ্ধার করা যায়, তার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন।

Next Article