ভিডিয়ো: প্রতিবেশীর কুকুরের গায়ে অ্যাসিড ঢাললেন মহিলা, কারণ শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 18, 2023 | 7:58 PM

এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুকুরটির গায়ে একাধিক ক্ষত তৈরি হয়েছে।

ভিডিয়ো: প্রতিবেশীর কুকুরের গায়ে অ্যাসিড ঢাললেন মহিলা, কারণ শুনলে চমকে যাবেন
কুকুরের গায়ে অ্যাসিড ছুড়ছেন মহিলা।
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: কুকুরের উপর অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। অভিযুক্ত ওই মহিলার বাড়ি মুম্বইয়ের মালভানি এলাকায়। অভিযুক্ত মহিলার নাম শাবিস্তা সুহেল আনসারি। তিনি যে কুকুরটির গায়ে অ্যাসিড ছুড়েছেন সেই কুকুরের পালক ওই মহিলার সঙ্গে একই আবাসনে থাকেন। কুকুরের গায়ে ওই মহিলার অ্যাসিড ছোড়ার ভিডিয়ো ধরা পড়েছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়ো দেখে অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সরব পশুপ্রেমীরা।

এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুকুরটির গায়ে একাধিক ক্ষত তৈরি হয়েছে। একটি পশু হাসপাতালে কুকুরটির চিকিৎসা করানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

জানা গিয়েছে, ওই মহিলা পোষা বিড়াল রয়েছে। ওই আবাসনে থাকা কুকুরটি মহিলার বিড়ালের সঙ্গে প্রায়শই খুনসুটি করত। তা নিয়েই আপত্তি ছিল ওই মহিলার। বিষয়টি নিয়ে কুকুরের পালককে সতর্ক করেছিলেন মহিলা। কিন্তু তিনি সেই কথা শোনেননি বলে অভিযোগ। সেই রাগেই মহিলা কুকুরের গায়ে অ্যাসিড ঢেলেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই মহিলা কুকুরটির গায়ে অ্যাসিড ঢাললেন সে দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তার পরই চিৎকার করে দৌড়তে শুরু করে কুকুরটি। নিরীহ প্রাণীর উপর এই অত্যাচার দেখে মহিলার সমালোচনায় সরব নেটিজেনরা।

Next Article
PM Narendra Modi: ‘ভারতের সমৃদ্ধি উদীয়মান’, গবেষণা রিপোর্ট তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ব্লগ নমোর
BJP MP: রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ছোট বোন বললেন বিজেপি সাংসদ, কেন?