VIDEO: চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন যুগল, সাক্ষী সহযাত্রীরা
আসানসোল থেকে জসিডি যাওয়ার ট্রেনে ভিড় ছিল ভালই। সেখানেই উঠেছিলেন ওই যুবক-যুবতী। ট্রেনের মধ্যেই যুবতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন ওই যুবক। সে সময় তাঁদের ঘিরে ট্রেনযাত্রীদের ভিড় জমে উঠেছিল। সকলেই বিয়ের জন্য উৎসাহিত করছিলেন ওই যুগলকে।

আসানসোল: চলন্ত ট্রেনের মধ্যে বিয়ে সারলেন এক যুবক-যুবতী। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে নেটিজেনরা নিজেদের মতামতও জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড গামী প্যাসেঞ্জার ট্রেনে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। কিন্তু কেন ওই যুগল ট্রেনের মধ্যেই বিয়ে সারলেন তা জানা যায়নি।
আসানসোল থেকে জসিডি যাওয়ার ট্রেনে ভিড় ছিল ভালই। সেখানেই উঠেছিলেন ওই যুবক-যুবতী। ট্রেনের মধ্যেই যুবতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন ওই যুবক। সে সময় তাঁদের ঘিরে ট্রেনযাত্রীদের ভিড় জমে উঠেছিল। সকলেই বিয়ের জন্য উৎসাহিত করছিলেন ওই যুগলকে। সিঁদুরদানের পাশাপাশি মালাবদলও করেন দুজনে। তার পর যুবতীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন ওই যুবক। এই ঘটনার ভিডিয়োই এখন ভাইরাল।
View this post on Instagram
এই ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। এক জন লিখেছেন, “মাল্টিপারপাস ইন্ডিয়ান রেল।” অপর এক জন বলেছেন, “বাজেট ঘাটতি ছিল, তাই বোধহয় ট্রেনে বিয়ে করল।” এই ঘটনার প্রেক্ষিতে বিয়ে এবং ডিভোর্স নিয়েও চর্চা করেছেন নেটিজেনরা। এক জন লিখেছেন, “বিয়ে যত আনন্দের, ডিভোর্স ততই কষ্টের।” অপর এক জন লিখেছেন, “ডিভোর্স এখন সহজ হয়েছে।” তবে ভিন্ন রকম জায়গায় বিয়ে এই প্রথম নয়। এর আগে দিল্লির এক যুবক হাসপাতালে সেরেছিলেন বিয়ে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই পরিবারের ১০ জনের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তিনি।
