Chhattisgarh CM: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই

Vishnu Deo Sai: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী কে হবেন, নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এ নিয়ে রায়পুরে নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই বিষ্ণু দেও সাই-কে মুখ্যমন্ত্রীর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

Chhattisgarh CM: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই
বিষ্ণু দেও সাইImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 5:45 PM

রায়পুর: সব জল্পনার অবসান। রবিবার সামনে এল ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই হবেন ছত্তীসগঢ়ের পরবর্তী মুখ্যমন্ত্রী। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী কে হবেন, নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এ নিয়ে রায়পুরে নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই বিষ্ণু দেও সাই-কে মুখ্যমন্ত্রীর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে পদ্মশিবিরষ ৫৪টি আসনে জিতেছে বিজেপি। ৩৫টি আসন পেয়েছে কংগ্রেস এবং গোন্দভানা গণতন্ত্র পার্টি জেতে ১টি আসনে। এই জনের পর কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সে রাজ্যে বিজেপি-র তিন বারের মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের নামও উঠে আসে। অবশেষে সেই জল্পনার অবসান হল।

কে এই বিষ্ণু দেও সাই?

বিষ্ণু দেও সাই ছত্তীসগঢ় বিজেপির অন্যতম পুরনো মুখ। ২০২০-২০২২ সাল পর্যন্ত তিনি ছত্তীসগঢ় বিজেপির প্রধান ছিলেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে রাইগড় কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। এবং মোদী সরকারে মন্ত্রিসভার সদস্যও হয়েছিলেন। ওই কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ তিনি। ছত্তীসগঢ়ে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসাবে পরিচিত বিষ্ণু। ২০২৩ সালের কুনকুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন বিষ্ণু। ৮৭ হাজার ৬০৪ ভোটে জয়ী হন। এই জয়ের পর থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন তিনি।