SIR in Bengal: বাংলায় আগামিকাল থেকে SIR চালু, কোন কারণে আপনার নাম কাটা যেতে পারে?
Election Commission News: যদিও এই ১১টি ছাড়াও রয়েছে ১২নং নথি হিসাবে রয়েছে আধার কার্ড। অবশ্য কমিশন জানিয়েছে, সেটিকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে ধরবে না তাঁরা। মান্যতা দেওয়া হবে পরিচয় পত্র হিসাবে। কমিশন আরও জানিয়েছে, কোনও ভোটার বা তাঁর বাবা-মায়ের নাম শেষ এসআইআর চূড়ান্ত তালিকায় অর্থাৎ বাংলার ক্ষেত্রে ২০০২ সালে ভোটার তালিকায় থাকলে তাঁদের কোনও নথিই প্রয়োজন হবে না।

নয়াদিল্লি: রাত পোহালেই বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন। শুধু বাংলা নয়, একেবারে দেশের মোট ১২টি রাজ্য়ে হতে চলেছে SIR। কবে, কোন প্রক্রিয়া? কবে আসবে বিএলও? কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা? সবটাই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে একটা বিষয় এখনও উদ্বেগের। তা হল, কোন শর্তে বাদ যেতে পারে ভোটারের নাম? ২০০২ সালের তালিকায় নাম থাকতে হবে, নথি দিতে হবে, এই সব কিছুই জানিয়েছে কমিশন। কিন্তু কোন শর্ত লঙ্ঘন একজন ভোটারের নাম বাদ যেতে পারে, সেটা কি জানিয়েছে তারা?
কী নথি লাগবে?
মোট ১১টি নথি যার মধ্য়ে একটি বা দু’টি দিতেই হবে একজন ভোটারকে। কমিশন জানিয়েছে –
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন কোনও শংসপত্র
- ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
- জন্ম শংসাপত্র
- পাসপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মান্যতা দেওয়া হবে, মাধ্যমিক বা তাঁর অধিক কোনও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রকে
- রাজ্য সরকােরর উপযুক্ত বাসস্থানের শংসাপত্র
- অরণ্য অধিকার শংসাপত্র
- জাতিগত শংসাপত্র
- এনআরসি শংসাপত্র
- পারিবারিক রেজিস্টার
- জমির পরচা অথবা বাড়ির দলিল
যদিও এই ১১টি ছাড়াও রয়েছে ১২নং নথি হিসাবে রয়েছে আধার কার্ড। অবশ্য কমিশন জানিয়েছে, সেটিকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে ধরবে না তাঁরা। মান্যতা দেওয়া হবে পরিচয় পত্র হিসাবে। কমিশন আরও জানিয়েছে, কোনও ভোটার বা তাঁর বাবা-মায়ের নাম শেষ এসআইআর চূড়ান্ত তালিকায় অর্থাৎ বাংলার ক্ষেত্রে ২০০২ সালে ভোটার তালিকায় থাকলে তাঁদের কোনও নথিই প্রয়োজন হবে না।
বাদ পড়তে পারে আপনার নাম?
খুব সহজ কথা, যা জানিয়েছে কমিশনও। এই ১১টি নথির মধ্যে কোনওটিই না থাকলে সেই ব্য়ক্তি পড়বেন প্রশ্নের মুখে। বাদ যেতে পারে তাঁর নাম। এছাড়াও, ভোটার তালিকায় কারওর নাম না থাকলে, কোনও ভোটার মৃত হলে, আপনি যে ভারতীয় নাগরিক তা প্রমাণে ব্যর্থ হলেই বাদ যাবে নাম। আটকাতে পারবে না কেউই।
