উত্তর প্রদেশ: ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে জলসংযোগ দেওয়ার জন্যই জল জীবন মিশন প্রকল্পের উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। সেই লক্ষ্যের অনেকটা কাছাকাছি পৌঁছে গেল উত্তর প্রদেশ। ট্যাপের সেই রাজ্যের ৭৫ শতাংশ পরিবারের কাছে পৌঁছে গেল বিশুদ্ধ জল। প্রত্যেক গ্রামবাসী যাতে সেই জল পায়, তা নিশ্চিত করতে দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। যে সব রাজ্যে ৭৫ শতাংশ বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছেছে, বুধবার তার একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ। ১০০ শতাংশ বাড়িতে জল দেওয়া লক্ষ্য হলেও ৭৫ শতাংশ বাড়িতে জল সংযোগ খুব একটা কম কথা নয়।
উত্তর প্রদেশে ২৬৩৪৮৪৪৩ পরিবারের কাছে শুদ্ধ জল পৌঁছনোই লক্ষ্য। বুধবার পর্যন্ত ১৯৭৯০৯২১ পরিবারকে ট্যাপের কানেকশন দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যের ৭৫.১১ শতাংশ। সরকারের অনুমান, একটি পরিবারে অর্থাৎ ন্যুনতম ছয় সদস্য এই পরিষেবার সুবিধা পাবেন। অর্থাৎ ১১৮৭৪৫৫২৬ জন গ্রামবাসী পরিষেবা পাচ্ছেন ইতিমধ্যেই।
ইতিমধ্যেই এই প্রকল্পে নতুন রেকর্ড গড়েছে উত্তর প্রদেশ সরকার। ২০২৩-২৪ সালে এক কোটির বেশি পরিবারে জলসংযোগ দেওয়ায় রেকর্ড তৈরি হয়েছে। উত্তর প্রদেশকে ৮৫ লক্ষ পরিবারে জলসংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার তিন মাস আগেই ১ কোটি ১ লক্ষ ১০ হাজার পরিবারে সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।
২০২৩ সালে শুধুমাত্র মে মাসে ১২ লক্ষ ৯৩ হাজার জলসংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে সীতাপুর রয়েছে প্রথম স্থানে। সারা বছরে ৩ লক্ষ ৬৮ হাজার জলসংযোগ দেওয়া হয়েছে। তার মধ্য়ে হরদোইতে ৩ লক্ষ, লখিমপুর খেরিতে ২ লক্ষ ৯৩ হাজার, প্রতাপগড়ে ২ লক্ষ ৯৩ হাজার এবং জৌনপুরে ২ লক্ষ ৪৯ হাজার জলসংযোগ দেওয়া হয়েছে।