নয়াদিল্লি: শ্রী রাম জন্মভূমি মন্দিরের নিয়ে তৈরি করা ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে একটি বইয়ের প্রকাশ করেছেন মোদী। সেই বইয়ে রয়েছে রামমন্দিরের সম্বলিত বিভিন্ন ডাকটিকিটের সংকলন। বিশ্বের বিভিন্ন দেশে ভগবান রামের উপর যে সব ডাকটিকিট তৈরি হয়েছে, তা রয়েছে এই বইয়ে। এই সব ডাকটিকিটের নকশায় রয়েছে, রাম মন্দির, চৌপাই ‘মঙ্গল ভবন অমঙ্গল হরি’, সূর্য, সরযূ নদী এবং মন্দিরের চারপাশে ভাস্কর্য। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যে ৬টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে তাতে রয়েছে বিভিন্ন দেবদেবী। রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেভাত্রাজ এবং মা শাবরির ছবি রয়েছে ওই সব ডাকটিকিটে।
সূর্যের রশ্মি এবং চৌপাইয়ের সোনার পাতা এই ক্ষুদ্র পাতাকে একটি রাজকীয় মূর্তি প্রদান করে। আকাশ, বায়ু, অগ্নি, পৃথিবী এবং জলের মতো পাঁচটি উপাদান, যা ‘পঞ্চভূত’ নামে পরিচিত, তাও রয়েছে এই সব ডাকটিকিটে। বিভিন্ন উপাদানের নকশার মাধ্যমে প্রতিফলিত হয়েছে ডাকটিকিটে। এবং পঞ্চমহভূতের নিখুঁত সামঞ্জস্য প্রতিষ্ঠা করেছে।
এই স্ট্যাম্প বইটি বিভিন্ন সমাজের প্রতি শ্রী রামের আন্তর্জাতিক আবেদন তুলে ধরার একটি প্রচেষ্টা বলে জানা গিয়েছে। ৪৮ পৃষ্ঠার এই বইতে মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কম্বোডিয়া এবং জাতিসঙ্ঘে মতো সংস্থাগুলি সহ ২০টিরও বেশি দেশের ডাকটিকিট রয়েছে।