Wayanad By-Election: ওয়েনাড়ের কাঁচা রাস্তায় প্রিয়ঙ্কা গান্ধী, পোড় খাওয়া এই নেত্রীকে প্রার্থী করল বিজেপি

Wayanad By-Election: কোঝিকোড় পুর নিগমের দু'বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

Wayanad By-Election: ওয়েনাড়ের কাঁচা রাস্তায় প্রিয়ঙ্কা গান্ধী, পোড় খাওয়া এই নেত্রীকে প্রার্থী করল বিজেপি
কে এই নব্যা হরিদাস?Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 7:06 AM

ওয়েনাড়: ভোটের রাজনীতিতে অবশেষে পা প্রিয়ঙ্কা গান্ধীর। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনাড় কেন্দ্রেই উপনির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস। তবে রাহুলের মতোই জয় ছিনিয়ে নিতে প্রিয়ঙ্কাকে বেশ কাঠখড় পোড়াতে হবে, কারণ তাঁর বিরুদ্ধে দাপুটে নেত্রীকে প্রার্থী করল বিজেপি।

আসন্ন ওয়েনাড় উপ-নির্বাচনে বিজেপির তরফে নব্যা হরিদাসকে প্রার্থী করা হয়েছে। তিনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক। ৩৯ বছর বয়সী নব্য়ার আরও একটি পরিচয় রয়েছে। তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

জানা গিয়েছে, কোঝিকোড় পুর নিগমের দু’বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

অমিত শাহের সঙ্গে নব্য়া হরিদাস।

সম্প্রতিই একটি সাক্ষাৎকারে নব্যা বলেছিলেন, “ওয়েনাড়ে উন্নতির প্রয়োজন। কংগ্রেস পরিবার ওয়েনাড়ের মানুষের সাধারণ চাহিদাটুকুও পূরণ করছে না। সংসদে এমন একজন প্রতিনিধির দরকার যিনি ওয়েনাড়ের মানুষের দুঃখ-কষ্ট ও চাহিদা আরও ভালভাবে তুলে ধরতে পারবে। আমার প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে যেহেতু দুইবার কাউন্সিলর ছিলাম। আমি মানুষের দুঃখ-কষ্ট শুনেছি।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বরাবরই ওয়েনাড় কেন্দ্র থেকে প্রার্থী হন রাহুল গান্ধী। চলতি বছরের লোকসভা নির্বাচনে একইসঙ্গে রায়বরেলী ও ওয়েনাড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী। দুই কেন্দ্র থেকেই তিনি জিতে যান। শেষ পর্যন্ত রায়বরেলী কেন্দ্র ধরে রাখায়, ওয়েনাড়ে উপনির্বাচন ঘোষণা হয়। আগামী ১৩ নভেম্বর ওয়েনাড় কেন্দ্রে উপনির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।