কবে তালা খুলবে স্কুলের? কেন্দ্রের উত্তর…

২০২০ সালে লকডাউনের সময় থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে একাধিক রাজ্যে স্কুল খোলার চেষ্টা হলেও সংক্রমণের তোড়ে তা ব্যাহত হয়।

কবে তালা খুলবে স্কুলের? কেন্দ্রের উত্তর...
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 1:45 PM

নয়া দিল্লি: দেশে গত বছর লকডাউন (Lockdown) থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তালা খোলেনি স্কুল-কলেজের। করোনা আবহে কবে খুলবে স্কুল? এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পালকে। উত্তরে তিনি একাধিক প্রসঙ্গের কথা জানিয়েছেন। পাশাপাশি রয়েছে তৃতীয় ঢেউয়ের চোখরাঙানিও। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। সেক্ষেত্রে স্কুল খোলা কতটা যুক্তিযুক্ত হবে?

নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানান, স্কুল খোলার আগে অনেক বিষয় মাথায় রাখতে হবে। শিক্ষকদের করোনা প্রতিষেধক দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব দৈনিক অভ্যাসে পরিণত করার কথা বলেন তিনি। ভিকে পাল বলেন, “আমাদের মনে রাখতে হবে একাধিক স্কুল খোলার পর সেখানে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। আমরা আমাদের শিশুদের ও শিক্ষকদের সেই পরিস্থিতিতে ফেলতে চাই না।” এ বিষয়ে সেরোপ্রিভেলেন্স তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে বলে মত ভিকে পালের।

উল্লেখ্য, ২০২০ সালে লকডাউনের সময় থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে একাধিক রাজ্যে স্কুল খোলার চেষ্টা হলেও সংক্রমণের তোড়ে তা ব্যাহত হয়। স্কুল খুলতেই আক্রান্ত হয়ে পড়েন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে সিবিএসই ও রাজ্যের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। তাই ভিকে পালের বক্তব্যের সাপেক্ষে আপাতত স্কুল খোলার পরিকল্পনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পশুরাজও ‘ডেল্টা’ পজেটিভ, স্ট্রেনের থাবায় ৪ সিংহ