Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT: টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের গ্লোবাল সামিট দিল্লিতে, থাকবেন মোদী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা

WITT: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে অংশ নেবেন ১১ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও শিবরাজ সিং চৌহান, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব ও অনুপ্রিয়া প্যাটেলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন।

WITT: টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের গ্লোবাল সামিট দিল্লিতে, থাকবেন মোদী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা
২৮ ও ২৯ মার্চ এই গ্লোবাল সম্মেলন হবে
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 10:18 AM

নয়াদিল্লি: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে। দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-র আন্তর্জাতিক সম্মেলন। আগের ২ বার সাড়া ফেলার পর এবার তৃতীয় সংস্করণ। যুক্তি, আলোচনার এই সম্মেলন এবারও আয়োজন করা হচ্ছে দেশের রাজধানী দিল্লিতে। ভারত মণ্ডপমে হবে এই সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নেবেন। ধার্মিক গুরু ধীরেন্দ্র শাস্ত্রী এবং আরএসএস প্রচারক সুনীল আম্বেকর তাঁদের মতামত তুলে ধরবেন।

২০২৫ সালের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন হবে ২৮ ও ২৯ মার্চ। এই সম্মেলনে দেশ-বিদেশের রাজনীতিকরা ছাড়াও থাকবেন বিনোদন দুনিয়ার তারকারা। ক্রীড়াজগৎ, অর্থনীতি, স্বাস্থ্যক্ষেত্র নিয়েও সম্মেলনে আলোচনা হবে।

ভারত মণ্ডপমে ২ দিনের সম্মেলনে নানা বিষয়ে আলোচনা-

এই খবরটিও পড়ুন

ভারত মণ্ডপমের অডিটোরিয়াম ১-এ জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, নিউজ নাইন গ্লোবাল সামিটে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে ভারত মণ্ডপমের সামিট রুমে আলোচনা হবে। মধ্যাহ্নভোজের আগে জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ৫টি সেশনে আলোচনা হবে। আর মধ্যাহ্নভোজের পর ৮টি সেশনে হবে আলোচনা। নিউজ নাইন গ্লোবাল সামিটে ১০টি সেশনে আলোচনা করবেন বিখ্যাত অর্থনীতিবিদরা।

সম্মেলনে অংশ নেবেন ১১ কেন্দ্রীয় মন্ত্রী এবং ৫ মুখ্যমন্ত্রী-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে অংশ নেবেন ১১ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও শিবরাজ সিং চৌহান, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব ও অনুপ্রিয়া প্যাটেলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন। গত বছরও এই সম্মেলনকে আলোকিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রেখেছিলেন তিনি।

এবার ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী এই সম্মেলনে অংশ নেবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নিজের নিজের রাজ্যের ভবিষ্যতের রোডম্যাপ তুলে ধরবেন।

থাকবেন অখিলেশ, খাড়্গেরা-

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় সরকারের নীতি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের বক্তব্য় তুলে ধরবেন।

WITT নিয়ে কী বললেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস?

তৃতীয় বর্ষে পা দিল টিভি৯ নেটওয়ার্কের এই সম্মেলন। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে ২০২৫ নিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “ভারত এমন একটি বিশ্বের দিশা দেখাচ্ছে, যেখানে যুদ্ধের কোনও স্থান নেই, না কোনও আর্থিক রাষ্ট্রবাদের।” তিনি আরও বলেন, “দেশ আগে, ভারতের এই আহ্বান এখন বিশ্বের কাছে সমাদৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ভারত।” টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের বক্তব্য, পরবর্তী দশক ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২০৪৭ সালের মধ্য বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে দেশ।

বাণিজ্য জগতের দেশ-বিদেশের বিশিষ্টজনরা থাকবেন এই সম্মেলনে। বেদান্ত কম্পানির প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অনিল আগরওয়াল, কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির এমডি নীলেশ শাহ এবং মেদান্তর এমডি ও চেয়ারম্যান নরেশ ত্রেহান অংশ নেবেন এই সম্মেলনে।