AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO Earth Imaging Satellite: পাকিস্তানকে ‘শায়েস্তা’ করতে আকাশে ‘গুপ্তচর’ পাঠাচ্ছে ISRO, কীভাবে কাজ করবে জানেন?

India Pakistan Tensions: ভারত-পাক অশান্তিকালে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিমুহূর্তে সাহায্য করেছে ইসরো। তাদের তথ্য দিয়েই শত্রুদের পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছে ভারতীয় সেনা।

ISRO Earth Imaging Satellite: পাকিস্তানকে 'শায়েস্তা' করতে আকাশে 'গুপ্তচর' পাঠাচ্ছে ISRO, কীভাবে কাজ করবে জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: May 12, 2025 | 5:58 PM

নয়াদিল্লি: আগামী রবিবার মহাকাশে আরও একটি কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে দেশের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানা গিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই নতুন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে। যার নাম EOS-09।

ভারত-পাক অশান্তিকালে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিমুহূর্তে সাহায্য করেছে ইসরো। তাদের তথ্য দিয়েই শত্রুদের পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছে ভারতীয় সেনা। এবার এই আবহেই ফের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। কারণটা ঠিক কী?

কী এই EOS-09?

এই নতুন উপগ্রহের মাধ্যমে যে কোনও পরিস্থিতিতেই পৃথিবী ভূপৃষ্ঠের একেবারে স্পষ্ট ছবি তুলতে পারবে ইসরো। আকাশে মেঘ থাকুক বা না থাকুক, রাত হোক দিন, ইসরোর হাতে ভূপৃষ্ঠের স্বচ্ছ ছবি তুলে দেবে EOS-09 বা RISAT-1B। ISRO তরফে জানা গিয়েছে, এমন স্বচ্ছ ছবি তুলতে এই কৃত্রিম উপগ্রহকে সাহায্য করবে সি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র‌্যাডার সিস্টেম।

কিন্তু হঠাৎ করেই এই কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠাচ্ছে কেন ভারত?

ওয়াকিবহল মহল বলছে, ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার আবহে এই কৃত্রিম উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এর আগেও এই RISAT স্যাটেলাইট পাঠিয়েছিল ইসরো। এমনকি, তাদের পাঠানো RISAT-2 ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম টুলকিট ছিল। সেই কৃত্রিম উপগ্রহের পাঠানো ছবিকে আধার করেই জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল ভারত।