Rail minister on bullet train: বাংলায় চলবে বুলেট ট্রেন? সংসদে কী বললেন রেলমন্ত্রী
Rail minister on bullet train: দেশে এই মুহূর্তে মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। ২০২০ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৭ সালে প্রকল্পের কাজ শেষ হবে। মুম্বই-আহমেদাবাদ রুট বাদে দেশের আর কোনও রুটে এখনও বুলেট ট্রেনের কথা শোনা যায়নি।
নয়াদিল্লি: ভোরে ঘুম ঘুম চোখে ট্রেনে বসলেন। দিল্লিতে গিয়ে ব্রেকফাস্ট করলেন। ভাবছেন এমনটা হয় নাকি। ভোরে ট্রেনে উঠে দিল্লিতে কি ব্রেকফাস্ট করা যায়? রাজধানী এক্সপ্রেসেই দিল্লি যেতে ১৭ ঘণ্টার মতো লাগে। সেখানে কয়েকঘণ্টায় দিল্লি যাওয়া সম্ভব? সম্ভব। আর তা সম্ভব করবে বুলেট ট্রেন। পাঁচ ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে দিল্লি। কিন্তু, বাংলা থেকে দিল্লি বুলেট ট্রেন কবে চালু হতে পারে? এই নিয়ে রেলমন্ত্রক কি কোনও পদক্ষেপ করেছে? বুধবার সেই প্রশ্নই উঠে এল সংসদে। আর তার জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দেশে এই মুহূর্তে মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। ২০২০ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৭ সালে প্রকল্পের কাজ শেষ হবে। মুম্বই-আহমেদাবাদ রুট বাদে দেশের আর কোনও রুটে এখনও বুলেট ট্রেনের কথা শোনা যায়নি। আর এই নিয়ে এদিন লোকসভায় প্রশ্ন করেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি রেলমন্ত্রীর কাছে জানতে চান, দিল্লি থেকে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলা পর্যন্ত বুলেট ট্রেন চলবে এমন কোনও সার্ভে হয়েছে কি? রেলমন্ত্রক কি এই নিয়ে কিছু ভাবছে?
বিজেপি সাংসদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রেলমন্ত্রী বলেন, “বুলেট ট্রেনের নানা জটিলতা রয়েছে। প্রথমে পুরো প্রযুক্তিতে ভারত আত্মনির্ভর হতে চায়। প্রথম প্রথম বুলেট ট্রেনের প্রযুক্তির জন্য ভিনদেশ থেকে বিশেষজ্ঞদের আনা হত। ৪০ মিটারের একটা গার্ডার তোলার জন্য ক্রেনের প্রয়োজন। এখন সেই ক্রেনের ডিজাইন করছেন ভারতীয়রা। আরও অনেক জটিল প্রযুক্তি রয়েছে। প্রথমে ভারতীয় ইঞ্জিনিয়াররা সমস্ত প্রযুক্তিতে যাতে আত্মনির্ভর হতে পারেন, সেদিকেই নজর দেওয়া হয়েছে।”
দিল্লি থেকে বাংলা পর্যন্ত বুলেট ট্রেন চালু নিয়ে সরাসরি কিছু বললেন না রেলমন্ত্রী। তবে রেলমন্ত্রক এখনই যে অন্য রুটে বুলেট ট্রেন চালু নিয়ে কিছু ভাবছে না, তা বুঝিয়ে দিলেন। কিন্তু, বুলেট ট্রেন চালু হলে কাকভোরে কলকাতায় ট্রেনে উঠে ১৫১৩ কিমি দূরে দিল্লিতে গিয়ে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন।