AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: কোনওটা লাল-কোনটা নীল, ভারতের ট্রেনের এই ভিন্ন-ভিন্ন রঙের অর্থ কী?

মেরুন রঙ ছিল ভারতীয় রেলের পুরনো দিনের পরিচয়। এক সময় অধিকাংশ ট্রেনই এই রঙে রাঙানো থাকত। আজও কিছু পুরনো রুট বা হেরিটেজ ট্রেনে মেরুন কোচ দেখা যায়। এই রঙ ভারতীয় রেলের শুরুর সময় ও নস্টালজিয়ার স্মৃতির সঙ্গে জড়িত। ধীরে ধীরে যদিও এই রঙ ব্যবহার কমে যাচ্ছে।

Indian Railways: কোনওটা লাল-কোনটা নীল, ভারতের ট্রেনের এই ভিন্ন-ভিন্ন রঙের অর্থ কী?
ভারতীয় রেলImage Credit: Tv9 Bangla
| Updated on: Jan 25, 2026 | 5:42 PM
Share

ট্রেনে তো সবাই যাতায়াত করেন। কেউ কখনও খেয়াল করেছেন, কিছু কিছু ট্রেনের রং নীল, সবুজ, লাল কিংবা মেরুন এমন হয়ে থাকে। এই রঙগুলি কিন্তু শুধুই সৌন্দর্যের জন্য নয়। প্রতিটি রঙের পিছনে রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা ও দীর্ঘ ইতিহাস। এক নজরে জেনে নিন এই ট্রেনের রংগুলির কী কী গুরুত্ব রয়েছে।

নীল রঙ কী বোঝায়?

ভারতীয় রেলে সবচেয়ে বেশি দেখা যায় নীল রঙের কোচ। মূলত স্লিপার ও জেনারেল কোচে এই রঙ ব্যবহার করা হয়। এর আগে মেরুন রঙ ছিল। তবে, আধুনিকীকরণের সঙ্গে-সঙ্গে নীল রঙ লাগানো হয়। এই নীল রঙ নন এসি ও সাশ্রয়ী যাত্রার প্রতীক। ভিড়ভাট্টা স্টেশনে এই রঙ কোচ চিনে নিতেও সাহায্য করে।

মেরুন রঙের ইতিহাস

মেরুন রঙ ছিল ভারতীয় রেলের পুরনো দিনের পরিচয়। এক সময় অধিকাংশ ট্রেনই এই রঙে রাঙানো থাকত। আজও কিছু পুরনো রুট বা হেরিটেজ ট্রেনে মেরুন কোচ দেখা যায়। এই রঙ ভারতীয় রেলের শুরুর সময় ও নস্টালজিয়ার স্মৃতির সঙ্গে জড়িত। ধীরে ধীরে যদিও এই রঙ ব্যবহার কমে যাচ্ছে।

সবুজ রঙ কেন ব্যবহার হয়?

সবুজ রঙ সাধারণত গরিব রথ ট্রেনের কোচে দেখা যায়। গরিব রথ কম ভাড়ায় এসি পরিষেবা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। সবুজ রঙ সাশ্রয়ী ও সহজ যাত্রার প্রতীক হিসেবে ধরা হয়। দূর থেকেই যাত্রীরা বুঝতে পারেন, এটি একটি বাজেট এসি ট্রেন।

Indian Rail (1)

লাল বা জং রঙের অর্থ

লাল বা জং-ধাঁচের রঙ প্রায়শই এসি চেয়ার কার ও এসি স্লিপার কোচে ব্যবহৃত হয়। এই রঙ আরামদায়ক ও প্রিমিয়াম যাত্রার পরিচয় বহন করে। প্ল্যাটফর্মে যাত্রীরা যাতে সহজেই এসি কোচ শনাক্ত করতে পারেন, সেই কারণেই এই রঙ বেছে নেওয়া হয়েছে।

কোচে হলুদ দাগ কেন থাকে?

কিছু কোচে হলুদ রঙের দাগ বা স্ট্রাইপ দেখা যায়। এগুলি সাধারণত ব্রেক ভ্যান, পার্সেল ভ্যান বা বিশেষ কাজের কোচ চিহ্নিত করতে ব্যবহার করা হয়। হলুদ রঙ দূর থেকেও এবং কম আলোতেও স্পষ্ট দেখা যায়, যা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

ট্রেনের সঙ্গে জড়িত আরও কিছু সংকেত

ট্রেনের শেষ কামরায় আঁকা ‘X’ চিহ্ন থাকে। এর অর্থা আর কোনও বগি বা কামরা নেই। ট্রেন এখানেই শেষ। শুধু তাই নয়, পিছনে জ্বলা লাল আলো অন্য ট্রেনকেও সতর্ক করে। ইঞ্জিনে লাগানো তিন-কোণা প্লেটে ইঞ্জিন নম্বর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে।

Image (44)

বিজেপির সংকল্পপত্র কমিটিতে কোন কোন নেতা?
বিজেপির সংকল্পপত্র কমিটিতে কোন কোন নেতা?
‘নামের সামনে নেতাজি কেন?’ হিয়ারিংয়ে সুভাষ বোসও! ভাইরাল ভিডিয়ো মিম
‘নামের সামনে নেতাজি কেন?’ হিয়ারিংয়ে সুভাষ বোসও! ভাইরাল ভিডিয়ো মিম
পাড়ার দাদু ডেকেছিল...বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে যেভাবে পাওয়া গেল!
পাড়ার দাদু ডেকেছিল...বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে যেভাবে পাওয়া গেল!
'বড্ড তাড়াহুড়ো হচ্ছে..', SIR নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন অমর্ত্য সেন
'বড্ড তাড়াহুড়ো হচ্ছে..', SIR নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন অমর্ত্য সেন
পুলিশ দাঁড়িয়ে দেখল, শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়!
পুলিশ দাঁড়িয়ে দেখল, শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়!
BDO অফিসে ভাঙচুরে অনুশোচনা নেই, উল্টে BJP-র ঘাড়েই দোষ দিলেন বিধায়ক
BDO অফিসে ভাঙচুরে অনুশোচনা নেই, উল্টে BJP-র ঘাড়েই দোষ দিলেন বিধায়ক
জ্যান্ত জ্বালিয়ে দিল হিন্দু যুবককে! বাইরে দাঁড়িয়ে থাকল দুষ্কৃতীরা
জ্যান্ত জ্বালিয়ে দিল হিন্দু যুবককে! বাইরে দাঁড়িয়ে থাকল দুষ্কৃতীরা
৬০০-রও বেশি রাস্তা বন্ধ, বরফে মানালিতে কী হল দেখুন...
৬০০-রও বেশি রাস্তা বন্ধ, বরফে মানালিতে কী হল দেখুন...
SIR নিয়ে অযথা তাড়াহুড়ো হচ্ছে: অমর্ত্য সেন
SIR নিয়ে অযথা তাড়াহুড়ো হচ্ছে: অমর্ত্য সেন
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ